ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক এ জিহাদুর রহমান জিহাদ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। শুক্রবার (২১ মে) সকাল ১০টার দিকে রাজধানীর কাকরাইলে দুর্ঘটনার শিকার হন তিনি।
জানা যায়, জিহাদ সকালে তার বেইলী রোডের বাসা থেকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের কাজে বের হন। মোটরসাইকেলে কাকরাইল মোড়ে এলে একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এরপর কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে কাকরাইল ইসলামীয়া হাসপাতালে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অবজারভেশনে রাখা হয়।
দুর্ঘটনার খবর শুনে এ সময় হাসপাতালের ছুটে আসেন ডিইউজের সহ-সভাপতি এম এ কুদ্দুস, প্রচার সম্পাদক আছাদুজ্জামান, বিডি সমাচার ২৪ ডটকমের সম্পাদক মহসিন হোসেন, ডিইউজের দফতর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী, ডিইউজের সাবেক নির্বাহী সদস্য গোলাম মুজতবা ধ্রুব, ডিআরইউ’র তথ্য ও প্রযুক্তি সম্পাদক হালিম মোহাম্মদ, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শুক্কুর আলী শুভ, যুগ্ম সম্পাদক জামিউল আহসান শিপু, সাবেক কার্যনির্বাহী সদস্য আবদুল্লাহ কাফি, কালের কণ্ঠের সিনিয়র সাংবাদিক লায়েকুজ্জামান, দৈনিক বাংলাদেশের আলোর নিজস্ব প্রতিবেদক ইসমাইল হোসেন টিটুসহ অসংখ্য গণমাধ্যমকর্মী।
পুলিশের রমনা বিভাগের ডিসি সাজ্জাদুর রহমান বলেন, ‘কার্ভাডভ্যানের চালক ও হেলপার আটক হয়েছে। মামলা দায়ের হলে আমরা আইনগত ব্যবস্থা নেবো।’