রাত পোহালেই ক্র্যাবের ভোট, ১৩ পদে লড়ছেন ৩২ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১১:২৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪
  • / ৬৯ Time View

নিজস্ব প্রতিবেদক:

অপরাধবিষয়ক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটি-২০২৩ এর নির্বাচনে ভোটগ্রহণ হবে সোমবার (১৫ জানুয়ারি)। এ উপলক্ষে রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাব চত্বরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

নির্বাচনে সব প্রার্থীরা ভোটারদের কাছে ভোট চাচ্ছেন। সরাসরি ভোট চাওয়ার সঙ্গে সঙ্গে কোনো প্রার্থী আবার ফেসবুক, হোয়াটসঅ্যাপ কিংবা মেসেজের মাধ্যমে ভোট চাচ্ছেন।

সোমবার (১৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে সেগুনবাগিচায় ক্র্যাব কার্যালয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুলকে প্রধান করে তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন- জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরী।

প্রতিদ্বন্দ্বিতা করবেন যারা

এবারের নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য পদে মোট প্রার্থীর সংখ্যা ৩২ জন।

এরমধ্যে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন। তারা হলেন- ইসারফ হোসেন ইসা ও কামরুজ্জামান খান।

সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। তারা হলেন- এনামুল কবীর রুপম, উমর ফারুক আলহাদী, নিত্য গোপাল তুতু ও শাহীন আবদুল বারী।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। তারা হলেন- এম এম বাদশাহ, এস এম নুরুজ্জামান, দুলাল হোসেন ও সিরাজুল ইসলাম।

যুগ্ম সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। তারা হলেন- আবদুল লতিফ রানা, দিপন দেওয়ান ও নিয়াজ আহম্মেদ লাবু।

অর্থ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন। তারা হলেন- আমিনুল ইসলাম ও হরলাল রায় সাগর।

সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন। তারা হলেন- মো. তানভীর হাসান ও শহিদুল ইসলাম রাজী।

দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন। তারা হলেন- কামাল হোসেন তালুকদার ও মো. উজ্জ্বল হোসেন জিসান।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন। তারা হলেন- নিহাল হোসাইন ও মাজহারুল ইসলাম খান।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন রকিবুল ইসলাম মানিক।

কল্যাণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন। তারা হলেন- ওয়াসিম সিদ্দিকী ও মো. মাহমুদুল হাসান।

প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ইসমাঈল হুসাইন ইমু।

আন্তর্জাতিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। তারা হলেন- গোলাম সাত্তার রনি, মোহাম্মদ জাকারিয়া ও শাহীন আলম।

কার্যনির্বাহী সদস্য পদ তিনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। তারা হলেন- আলী আজম, মো. আবু দাউদ খান, মো. শহিদুল আলম ও শেখ কালিমউল্যাহ।

এ ভোটের মাধ্যমে আগামী এক বছরের জন্য অপরাধবিষয়ক সাংবাদিকদের এ সংগঠন পরিচালনায় নেতৃত্ব নির্বাচন করবেন ভোটাররা।

এর আগে রোববার (১৪ জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ক্র্যাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

সাংবাদিকদের মধ্যে সাইবার ক্রাইম প্রতিরোধ ও সচেতনতামূলক প্রতিবেদন ক্যাটাগরিতে যৌথভাবে জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক তৌহিদুজ্জামান তন্ময় ও ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক আদনান রহমান; অপরাধবিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন ক্যাটাগরিতে যৌথভাবে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আহমদুল হাসান ও বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক মাহবুব মমতাজী; অপরাধবিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন টেলিভিশন ক্যাটাগরিতে ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিবেদক নাজমুল সাঈদ এবং মাদক প্রতিরোধ ও সচেতনতাবিষয়ক ক্যাটাগরিতে দৈনিক আমাদের সময়ের নিজস্ব প্রতিবেদক সাজ্জাদ মাহমুদ খান পুরস্কার পান।

ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুনূর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান। আরও উপস্থিত ছিলেন ডিআরইউয়ের সভাপতি সৈয়দ শুক্কুর আলী শুভ ও ডিআরইউয়ের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ।

Please Share This Post in Your Social Media

রাত পোহালেই ক্র্যাবের ভোট, ১৩ পদে লড়ছেন ৩২ প্রার্থী

Update Time : ১১:২৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

অপরাধবিষয়ক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটি-২০২৩ এর নির্বাচনে ভোটগ্রহণ হবে সোমবার (১৫ জানুয়ারি)। এ উপলক্ষে রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাব চত্বরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

নির্বাচনে সব প্রার্থীরা ভোটারদের কাছে ভোট চাচ্ছেন। সরাসরি ভোট চাওয়ার সঙ্গে সঙ্গে কোনো প্রার্থী আবার ফেসবুক, হোয়াটসঅ্যাপ কিংবা মেসেজের মাধ্যমে ভোট চাচ্ছেন।

সোমবার (১৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে সেগুনবাগিচায় ক্র্যাব কার্যালয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুলকে প্রধান করে তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন- জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরী।

প্রতিদ্বন্দ্বিতা করবেন যারা

এবারের নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য পদে মোট প্রার্থীর সংখ্যা ৩২ জন।

এরমধ্যে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন। তারা হলেন- ইসারফ হোসেন ইসা ও কামরুজ্জামান খান।

সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। তারা হলেন- এনামুল কবীর রুপম, উমর ফারুক আলহাদী, নিত্য গোপাল তুতু ও শাহীন আবদুল বারী।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। তারা হলেন- এম এম বাদশাহ, এস এম নুরুজ্জামান, দুলাল হোসেন ও সিরাজুল ইসলাম।

যুগ্ম সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। তারা হলেন- আবদুল লতিফ রানা, দিপন দেওয়ান ও নিয়াজ আহম্মেদ লাবু।

অর্থ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন। তারা হলেন- আমিনুল ইসলাম ও হরলাল রায় সাগর।

সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন। তারা হলেন- মো. তানভীর হাসান ও শহিদুল ইসলাম রাজী।

দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন। তারা হলেন- কামাল হোসেন তালুকদার ও মো. উজ্জ্বল হোসেন জিসান।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন। তারা হলেন- নিহাল হোসাইন ও মাজহারুল ইসলাম খান।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন রকিবুল ইসলাম মানিক।

কল্যাণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন। তারা হলেন- ওয়াসিম সিদ্দিকী ও মো. মাহমুদুল হাসান।

প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ইসমাঈল হুসাইন ইমু।

আন্তর্জাতিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। তারা হলেন- গোলাম সাত্তার রনি, মোহাম্মদ জাকারিয়া ও শাহীন আলম।

কার্যনির্বাহী সদস্য পদ তিনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। তারা হলেন- আলী আজম, মো. আবু দাউদ খান, মো. শহিদুল আলম ও শেখ কালিমউল্যাহ।

এ ভোটের মাধ্যমে আগামী এক বছরের জন্য অপরাধবিষয়ক সাংবাদিকদের এ সংগঠন পরিচালনায় নেতৃত্ব নির্বাচন করবেন ভোটাররা।

এর আগে রোববার (১৪ জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ক্র্যাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

সাংবাদিকদের মধ্যে সাইবার ক্রাইম প্রতিরোধ ও সচেতনতামূলক প্রতিবেদন ক্যাটাগরিতে যৌথভাবে জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক তৌহিদুজ্জামান তন্ময় ও ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক আদনান রহমান; অপরাধবিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন ক্যাটাগরিতে যৌথভাবে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আহমদুল হাসান ও বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক মাহবুব মমতাজী; অপরাধবিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন টেলিভিশন ক্যাটাগরিতে ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিবেদক নাজমুল সাঈদ এবং মাদক প্রতিরোধ ও সচেতনতাবিষয়ক ক্যাটাগরিতে দৈনিক আমাদের সময়ের নিজস্ব প্রতিবেদক সাজ্জাদ মাহমুদ খান পুরস্কার পান।

ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুনূর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান। আরও উপস্থিত ছিলেন ডিআরইউয়ের সভাপতি সৈয়দ শুক্কুর আলী শুভ ও ডিআরইউয়ের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ।