লাগামহীন দিল্লির করোনা পরিস্থিতি, ১০ দিনে ১৭৫০ মৃত্যু

  • Update Time : ০৮:৪৪:২৯ অপরাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১
  • / 205

ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এর মধ্যে দেশটির রাজধানী দিল্লির অবস্থাও ভয়াবহ। প্রতিদিন সেখানে রেকর্ড সংখ্যক শনাক্ত ও মৃত্যুর ঘটনা ঘটছে। গত ২৫ ঘণ্টায় করোনায় দিল্লিতে মৃত্যু হয়েছে ৩৫৭ জনের৷ আক্রান্ত হয়েছেন দুই হাজার ৪১০৩ জন৷ এ নিয়ে গত ১০ দিনে দিল্লিতে এক হাজার ৭৫০ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া সেখানে বর্তমানে করোনা রোগীর সংখ্যা ৯৩ হাজার ৮০ জন বলে দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে।

জানা গেছে, দিল্লিতে শুক্রবার (২৩ এপ্রিল) করোনায় মৃত্যু হয়েছে ৩৪৮ জনের৷ আক্রান্ত হয়েছিল ২৪ হাজার ৩৩১ জন৷ বৃহস্পতিবার আক্রান্ত হয়েছিল ২৬ হাজার ১৬৯ জন৷ মৃত্যু হয় ৩০৬ জনের৷ সংক্রমণের হার ৩৬ দশমিক ২৪ শতাংশ যা গত বছর মহামারি শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত সর্বাধিক৷ বুধবার আক্রান্তের সংখ্যা ছিল ২৪ হাজার ৬৩৮, মঙ্গলবার ২৮ হাজার ৩৯৫ এবং সোমবার ২৩ হাজার ৬৮৬৷

করোনার এই নাজুক পরিস্থিতিতে হাসপাতালগুলোতে বেড নেই আবার অনেক জায়গায় অক্সিজেনের সংকট৷ শুক্রবার অক্সিজেনের অভাবে গুরুতর অসুস্থ ২৫ জন করোনা রোগীর মৃত্যু হয়৷ হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে অক্সিজেনের অভাবে প্রাণ যাচ্ছে একের পর এক করোনা রোগীর।

এ দিকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার সকালে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩ লাখ ৪৯ হাজার মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছে ২ হাজার ৭৬৭ জন। দেশটির হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছেই। অপরদিকে বিভিন্ন রাজ্যে অক্সিজেন সংকট তীব্র হয়ে উঠেছে। বিশেষ করে রাজধানী দিল্লির পরিস্থিতি বেশ ভয়াবহ।

Please Share This Post in Your Social Media


লাগামহীন দিল্লির করোনা পরিস্থিতি, ১০ দিনে ১৭৫০ মৃত্যু

Update Time : ০৮:৪৪:২৯ অপরাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১

ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এর মধ্যে দেশটির রাজধানী দিল্লির অবস্থাও ভয়াবহ। প্রতিদিন সেখানে রেকর্ড সংখ্যক শনাক্ত ও মৃত্যুর ঘটনা ঘটছে। গত ২৫ ঘণ্টায় করোনায় দিল্লিতে মৃত্যু হয়েছে ৩৫৭ জনের৷ আক্রান্ত হয়েছেন দুই হাজার ৪১০৩ জন৷ এ নিয়ে গত ১০ দিনে দিল্লিতে এক হাজার ৭৫০ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া সেখানে বর্তমানে করোনা রোগীর সংখ্যা ৯৩ হাজার ৮০ জন বলে দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে।

জানা গেছে, দিল্লিতে শুক্রবার (২৩ এপ্রিল) করোনায় মৃত্যু হয়েছে ৩৪৮ জনের৷ আক্রান্ত হয়েছিল ২৪ হাজার ৩৩১ জন৷ বৃহস্পতিবার আক্রান্ত হয়েছিল ২৬ হাজার ১৬৯ জন৷ মৃত্যু হয় ৩০৬ জনের৷ সংক্রমণের হার ৩৬ দশমিক ২৪ শতাংশ যা গত বছর মহামারি শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত সর্বাধিক৷ বুধবার আক্রান্তের সংখ্যা ছিল ২৪ হাজার ৬৩৮, মঙ্গলবার ২৮ হাজার ৩৯৫ এবং সোমবার ২৩ হাজার ৬৮৬৷

করোনার এই নাজুক পরিস্থিতিতে হাসপাতালগুলোতে বেড নেই আবার অনেক জায়গায় অক্সিজেনের সংকট৷ শুক্রবার অক্সিজেনের অভাবে গুরুতর অসুস্থ ২৫ জন করোনা রোগীর মৃত্যু হয়৷ হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে অক্সিজেনের অভাবে প্রাণ যাচ্ছে একের পর এক করোনা রোগীর।

এ দিকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার সকালে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩ লাখ ৪৯ হাজার মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছে ২ হাজার ৭৬৭ জন। দেশটির হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছেই। অপরদিকে বিভিন্ন রাজ্যে অক্সিজেন সংকট তীব্র হয়ে উঠেছে। বিশেষ করে রাজধানী দিল্লির পরিস্থিতি বেশ ভয়াবহ।