রাব্বীর কণ্ঠে মিজান মালিকের ‘খেয়া’ মুক্তি পাচ্ছে আজ
- Update Time : ০১:১৫:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১
- / 187
নিজস্ব প্রতিনিধি:
আমার দিন চলে যায় পথে পথে/রাত কাটে তার হিসাব মেলাতে’.. সাংবাদিক মিজান মালিকের লেখা বহুল প্রত্যাশিত ‘খেয়া’ গানটির শুরু এভাবেই। গানের লেখক মিজান মালিকের ইউটিউব চ্যানেলেগানটি আজ মুক্তি পাচ্ছে। করোনাকালে লেখা মিজান মালিকের বেশ কিছু অসাধারণ গানের মধ্যে খেয়া গানটি উল্লেখযোগ্য।
গানে একদিকে যেমন ফুটে উঠেছে জীবনবোধ, জীবনতত্ত্ব; তেমনি দিনে শেষে মানুষ যে একা এবং তার অংক মেলানো খুব জটিল তার একটি অস্ফুট বেদনা প্রকাশিত হয়েছে। কেউ হয়তো ‘খেয়া’ গানটিকে জীবনমুখীও বলতে পারেন। আবার কেউ গানের ভেতর জীবন থেকে সময় চলে যাবার একটি হাহাকার খুঁজে পাবেন।
গানটি গেয়েছেন ‘আমি তো বালা না’ খ্যাত নতুন প্রজন্মের আলোচিত শিল্পী কামরুজ্জামান রাব্বী। গানের সুর করেছেন আরেক সংগীত সাধক, শিল্পী খালেদ মুন্না। গানের সংগীত করেছেন বিখ্যাত সঙ্গীত পরিচালক জাহিদ বাশার পংকজ।
‘খেয়া’ গানের বিষয়ে লেখক মিজান মালিক বলেন, আমরা কমার্শিয়াল গান শুনে অভ্যস্ত হয়ে পড়েছি। আমি কথিত কমার্র্শিয়াল ধারার বাইরে এসে জীবনের নানা আঙিক নিয়ে গান লিখছি।হ্যাঁ, তাতে বিনোদন যেমন থাকবে, আবার ভাবনার জায়গাটাও থাকছে। মূলত আমি চাই, গানে একটি নতুন ধারা তৈরি করতে। তার প্রথমটি ছিল করোনাকালে লেখা ‘মতবাদ; গানটি। গানটি গেয়েছেন তারকা শিল্পী রবী চৌধুরী। ‘খেয়া’ গান ছাড়াও ব্যতিক্রমধর্মী আমার আরও কিছু গান শিগগিরই রিলিজ পাবে। ‘খেয়া’ গানের শিল্পী কামরুজ্জামান রাব্বী বলেন, মিজান মালিক ভাইয়ের লেখার ধারা একেবারে ব্যতিক্রম।
তিনি সময়ের গান লেখেন। জীবনের গান লেখেন। তার গান গাইতে পেরে আমার নিজেরও ভালো লাগছে। আমি কথা দিতে পারি, ‘খেয়া গানটি টিনেজার থেকে শুরু করে সব বয়সী মানুষের ভালো লাগবে। তার অন্য যে গানগুলো গেয়েছি, সেগুলোর স্বাদও আলাদা।