বরিশালে খাদ্য-চিকিৎসা-আর্থিক নিরাপত্তার দাবিতে বিক্ষোভ
- Update Time : ০৮:৩৫:২৪ অপরাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১
- / 195
শ্রমজীবী মানুষের জন্য অর্থ বরাদ্দ, রেশনিং ও বরিশালে করোনা আইসোলেশন সেন্টার চালুর দাবিতে বিক্ষোভ করেছে সমাজতান্ত্রিক দল (বাসদ)।
রোববার (১১ এপ্রিল) দুপুর ১২টায় নগরীর টাউন হলের সামনে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাসদের জেলা আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ নেতা মানিক হাওলাদার, দুলাল মল্লিক, জাহাঙ্গীর হোসেন, শহিদুল ইসলাম, মাফিয়া বেগম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিজন শিকদার ও সাইফুল ইসলাম প্রমুখ।
সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তীর সঞ্চালনায় সমাবেশে শতাধিক শ্রমজীবী খেটে খাওয়া নারী-পুরুষ অংশ নেন।
পরে জেলা প্রশাসক মো. জসীম উদ্দিন হায়দারের কাছে স্মারকলিপি দেন বাসদ নেতবৃন্দ।
Tag :
বিক্ষোভ