আন্তর্জাতিক ডেস্ক:
বিশ্বে করোনায় মৃত্যু ২৯ লাখ সাড়ে ২৮ হাজার ছাড়িয়েছে, শনাক্ত হয়েছে ১৩ কোটি ৫২ লাখ ৯০ হাজার। শুক্রবার বিশ্বে করোনা শনাক্ত হয়েছে সাত লাখ ৮৫ হাজার আর মারা গেছে ১৩ হাজারের বেশি মানুষ।
.
এদিকে, ভারতে প্রতিদিনই করোনা শনাক্তে রেকর্ড হচ্ছে। শুক্রবার দেশটিতে শনাক্ত এক লাখ ৪৪ হাজারের বেশি মানুষ। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দিল্লির সব স্কুল এবং কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। মুম্বাইয়ে বেসরকারি টিকাদান কেন্দ্রগুলো বন্ধ রাখা হয়েছে।
অন্যদিকে, ব্রাজিলে একদিনে মারা গেছে সাড়ে তিন হাজারের বেশি মানুষ। ভেনিজুয়েলায় অক্সিজেন এবং মেক্সিকোতো টিকার দাবিতে বিক্ষোভ করেছেন স্বাস্থ্যকর্মীরা। লকডাউনে বিধিনিষেধ না মানায় আবারও সংক্রমণ বাড়তে শুরু করেছে তুরস্কে। করোনা নিয়ন্ত্রনে ব্যর্থ হওয়ায় জনগনের কাছে ক্ষমা চেয়েছেন পেরুর প্রেসিডেন্ট ফ্রান্সিসকো সাগাস্তি।