ফতুল্লায় ৪০ মণ জাটকা ও স্পীড বোট আটক
- Update Time : ০৭:০২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১
- / 201
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশান পাগলা কর্তৃক ঢাকা ফতুল্লা লঞ্চ ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক ৪০ মণ জাটকা ও ০১টি স্পীড বোটসহ ০৩ জনকে আটক করা হয়।
.
বৃহস্পতিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।
.
তিনি বলেন, গোপন সংবাদের ভিতিত্তে উক্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় একটি স্পীড বোটকে সন্দহ জনক মনে হলে বোটটি তল্লাশী করে আনুমানিক ১৬০০ কেজি (৪০ মণ) জাটকাসহ ০৩ জনকে আটক করা হয় এবং বোটটি জব্দ করা হয়।
.
আটককৃত ০৩ জন আসামীরা হলো- শরীয়তপুর জেলার জাজিরা থানার সাকোর হাওলাদার কান্দি গ্রাামের খলিল হাওলাদারের ছেলে উজ্জল মিয়া (৩৩), শরীয়তপুর জেলার সখিপুর থানা নরসিংদীপুর গ্রামের নুরমিয়া শিকদারের ছেলে আজমান শিকদার (৩৫) এবং শরীয়তপুর জেলার সখিপুর থানার নরসিংদীপুর গ্রামের নুরমিয়া শিকদারের ছেলে শাহিন শিকদার (৩০)।
.
পরবর্তীতে আটককৃত তিনজনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়, জব্দকৃত স্পিড বোর্ড নির্বাহী ম্যাজিস্ট্রট কর্তৃক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোস্ট গার্ডের হেফাজতে রাখার জন্য বলা হয় এবং জাটকাগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
.
তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড এর এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধভাবে মৎস্য আহরণ, জাটকা নিধন রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।