নড়াইলে ব্যবসায়ীদের মানববন্ধন
- Update Time : ১১:১৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১
- / 181
মো: খালিদ হোসাইন, নড়াইল প্রতিনিধি:
নড়াইল শহরের বাণিজ্যিক এলাকা রূপগঞ্জ বাজার পৌর সুপার মার্কেটসহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান ভেঙ্গে প্রস্তাবিত চার লেনের সড়ক নির্মাণ করা হবে এর প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) নড়াইল-যশোর সড়কের রূপগঞ্জ বাজার এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ঘন্টা এ মানববন্ধন কর্মসূচী পালন করেন ব্যবসায়ীরা।
এ সময়ে মানববন্ধনে ব্যবসায়ীরা উপস্থিত হয়ে বক্তব্যে বলেন, চারলেন রাস্তা নির্মানে আমাদের পৌর মার্কেট ভাঙ্গলে ব্যবসায়ের যে ক্ষতি হবে তার বর্তমান বাজার দর অনুযায়ী ক্ষতিপূরণ দেবার জন্য সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করেন।
এ সময়ে সেখানে আরো উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের আহ্বায়ক ওয়াহিদুজ্জামান, সৈয়দ আহসান কবীর সহ আরো অনেকে।
বক্তারা বলেন, নড়াইল শহরের ভেতর দিয়ে চার লেন সড়ক নির্মাণ হলে প্রায় শতাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠান ভাঙ্গা পড়বে। এতে ব্যবসায়ীদের অনেক বড় ধরণের ক্ষতি হবে ব্যবসায়ীরা সহায়-সম্বল হারিয়ে পথে বসবে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক যোগাযোগ মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।