চকরিয়া সরকারি কলেজ প্রাচীন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান

  • Update Time : ০২:০৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১
  • / 484
বিপ্লব দাশ,চকরিয়া প্রতিনিধি:
চকরিয়া সরকারি কলেজ চকরিয়ার সবচেয়ে প্রাচীন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডে অবস্থিত। চকরিয়া সরকারি কলেজ ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয়। অত্র কলেজ নির্মাণে প্রথমে আনোয়ার হোসেন চৌধুরী ও আলহাজ্ব রফিক আহমদ চৌধুরী জমি দান করেন এবং স্থাপনের পরিকল্পনা নেন।
.
অত্র কলেজটি ৭.৫ একর জায়গাজুড়ে প্রতিষ্ঠিত। ৪টি প্রশাসনিক ও একাডেমিক ভবন রয়েছে।কলেজে বর্তমানে একাদশ-দ্বাদশ শ্রেণীতে পাঠদানের পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি ও অনার্স পর্যায়ের কোর্স চালু রয়েছে। ডিগ্রিতে বিএ,বিএসএস, বিবিএস এবং অর্নাসে ইংরেজি রাষ্ট্রবিজ্ঞান,অর্থনীতি, একাউন্টিং, ব্যাবস্থাপনা।
.
চকরিয়া সরকারি কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে পদ্মলোচন বড়ুয়া রয়েছেন।অত্র কলেজ পরিচালনার সুবিধার্থে কলেজটিতে একটি পরিচালনা পর্ষদ রয়েছে। কলেজের বর্তমান পাশের হার ৭৩% এর মাধ্যমে সুনাম অক্ষুন্ন রেখেছে। অত্র কলেজের জ্যেষ্ঠ শিক্ষক, বাংলা বিভাগের প্রধান পদ্ম লোচন বড়ুয়া ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব নেন। পদ্ম লোচন বড়ুয়া চকরিয়ার সফল শিক্ষক হিসাবে ২ বার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ শিক্ষক ও জেলা পর্যায়ে ১ বার শ্রেষ্ঠ শিক্ষক হয়েছেন। একাধিকবার বাংলা সৃজনশীল কারিকুলামের মাস্টার ট্রেইনার ও প্রধান পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
.
সদ্য অবসরে যাওয়া সফল অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দিনের সবচেয়ে বড় সফলতা হলো তাঁর প্রাণান্ত চেষ্টায় চকরিয়া কলেজ জাতীয়করণ করা হয়। এছাড়া কলেজে অনেক বিষয়ে অনার্স কোর্স চালু করতে সক্ষম হয়েছেন তিনি। তাঁর আমলে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে একটি বিশাল একাডেমিক ভবনে নির্মাণ সহ অবকাঠামোগত উন্নয়ন হয়েছে অনেক।
.
অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দিন ১৯৮৭ সালে চকরিয়া কলেজে একজন নবীন প্রভাষক হিসাবে যোগ দিয়ে গত ১৯ জুন ২০২০ ইং থেকে অবসর গেছেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান সিনেট সদস্য। অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দিন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কক্সবাজার জেলা শাখার সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক। তিনি দৈনিক চকোরী পত্রিকার সম্পাদক।
Tag :

Please Share This Post in Your Social Media


চকরিয়া সরকারি কলেজ প্রাচীন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান

Update Time : ০২:০৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১
বিপ্লব দাশ,চকরিয়া প্রতিনিধি:
চকরিয়া সরকারি কলেজ চকরিয়ার সবচেয়ে প্রাচীন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডে অবস্থিত। চকরিয়া সরকারি কলেজ ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয়। অত্র কলেজ নির্মাণে প্রথমে আনোয়ার হোসেন চৌধুরী ও আলহাজ্ব রফিক আহমদ চৌধুরী জমি দান করেন এবং স্থাপনের পরিকল্পনা নেন।
.
অত্র কলেজটি ৭.৫ একর জায়গাজুড়ে প্রতিষ্ঠিত। ৪টি প্রশাসনিক ও একাডেমিক ভবন রয়েছে।কলেজে বর্তমানে একাদশ-দ্বাদশ শ্রেণীতে পাঠদানের পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি ও অনার্স পর্যায়ের কোর্স চালু রয়েছে। ডিগ্রিতে বিএ,বিএসএস, বিবিএস এবং অর্নাসে ইংরেজি রাষ্ট্রবিজ্ঞান,অর্থনীতি, একাউন্টিং, ব্যাবস্থাপনা।
.
চকরিয়া সরকারি কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে পদ্মলোচন বড়ুয়া রয়েছেন।অত্র কলেজ পরিচালনার সুবিধার্থে কলেজটিতে একটি পরিচালনা পর্ষদ রয়েছে। কলেজের বর্তমান পাশের হার ৭৩% এর মাধ্যমে সুনাম অক্ষুন্ন রেখেছে। অত্র কলেজের জ্যেষ্ঠ শিক্ষক, বাংলা বিভাগের প্রধান পদ্ম লোচন বড়ুয়া ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব নেন। পদ্ম লোচন বড়ুয়া চকরিয়ার সফল শিক্ষক হিসাবে ২ বার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ শিক্ষক ও জেলা পর্যায়ে ১ বার শ্রেষ্ঠ শিক্ষক হয়েছেন। একাধিকবার বাংলা সৃজনশীল কারিকুলামের মাস্টার ট্রেইনার ও প্রধান পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
.
সদ্য অবসরে যাওয়া সফল অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দিনের সবচেয়ে বড় সফলতা হলো তাঁর প্রাণান্ত চেষ্টায় চকরিয়া কলেজ জাতীয়করণ করা হয়। এছাড়া কলেজে অনেক বিষয়ে অনার্স কোর্স চালু করতে সক্ষম হয়েছেন তিনি। তাঁর আমলে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে একটি বিশাল একাডেমিক ভবনে নির্মাণ সহ অবকাঠামোগত উন্নয়ন হয়েছে অনেক।
.
অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দিন ১৯৮৭ সালে চকরিয়া কলেজে একজন নবীন প্রভাষক হিসাবে যোগ দিয়ে গত ১৯ জুন ২০২০ ইং থেকে অবসর গেছেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান সিনেট সদস্য। অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দিন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কক্সবাজার জেলা শাখার সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক। তিনি দৈনিক চকোরী পত্রিকার সম্পাদক।