আখাউড়ায় পিতার প্রচারণায় অভিনেতা রওশন

  • Update Time : ০১:০৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১
  • / 163
নিজস্ব প্রতিবেদক:
ভোটের মাঠে চলচ্চিত্র অভিনেতা জিয়াউল রওশন। আখাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী পিতা নূরুল হক ভূইয়ার পক্ষে প্রচারণা চালাচ্ছেন তিনি।
 .
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) পৌর শহরের আগরতলা রোডে পিতার সমর্থকদের নিয়ে প্রচারণা চালাতে দেখা যায় তাকে।
.

রওশন জানান, ৫ই ফেব্রুয়ারি থেকে এলাকায় রয়েছেন। থাকবেন ১৪ই ফেব্রুয়ারি ভোটের দিন পর্যন্ত।এর আগেও প্রচারণা চালিয়ে গেছেন কয়েকদিন। নূরুল হক ভূইয়ার একমাত্র ছেলে রওশন চলচ্চিত্রে অভিনয় করছেন ২০১৬ সাল থেকে। আইইউবি থেকে বিবিএ পাশ করার পরই জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ তাকে অভিনয় করার সুযোগ দেন।

.

তার অভিনীত প্রথম ছবি ‘রক্ত’ ব্যাপক সারা ফেলে। এরপর যৌথ প্রযোজনার ‘ককপীট’,’ধেৎতেরেকি’সহ আরো কয়েকটি ছবিতে অভিনয় করেন। জানান,এবছর মুক্তি পাবে তার ১১ টি ছবি। এই মুহুর্তে সবচেয়ে বেশী ছবি তার হাতে। করোনায় অনেকে অবসর সময় কাটালেও তার অবসর নেই। পিতার নির্বাচনে শুটিংয়ের ফাকে ফাকে এসে প্রচারণা চালাচ্ছেন।

.
৪ঠা ফেব্রুয়ারি সিলেটে অভিনয় করে পরদিন আখাউড়া চলে আসেন। রওশন বলেন,নির্বাচন সুষ্টু হলে তার পিতা জয়ী হবেন। প্রচারণায় সরাসরি তাকে বাধা দেয়া না হলে কোথাও বৈঠক করলে ওই বাড়িতে গিয়ে হুমকী দেয়া হচ্ছে। রওশনের পিতা নূরুল হক আখাউড়া পৌরসভার প্রথম মেয়র।
Tag :

Please Share This Post in Your Social Media


আখাউড়ায় পিতার প্রচারণায় অভিনেতা রওশন

Update Time : ০১:০৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১
নিজস্ব প্রতিবেদক:
ভোটের মাঠে চলচ্চিত্র অভিনেতা জিয়াউল রওশন। আখাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী পিতা নূরুল হক ভূইয়ার পক্ষে প্রচারণা চালাচ্ছেন তিনি।
 .
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) পৌর শহরের আগরতলা রোডে পিতার সমর্থকদের নিয়ে প্রচারণা চালাতে দেখা যায় তাকে।
.

রওশন জানান, ৫ই ফেব্রুয়ারি থেকে এলাকায় রয়েছেন। থাকবেন ১৪ই ফেব্রুয়ারি ভোটের দিন পর্যন্ত।এর আগেও প্রচারণা চালিয়ে গেছেন কয়েকদিন। নূরুল হক ভূইয়ার একমাত্র ছেলে রওশন চলচ্চিত্রে অভিনয় করছেন ২০১৬ সাল থেকে। আইইউবি থেকে বিবিএ পাশ করার পরই জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ তাকে অভিনয় করার সুযোগ দেন।

.

তার অভিনীত প্রথম ছবি ‘রক্ত’ ব্যাপক সারা ফেলে। এরপর যৌথ প্রযোজনার ‘ককপীট’,’ধেৎতেরেকি’সহ আরো কয়েকটি ছবিতে অভিনয় করেন। জানান,এবছর মুক্তি পাবে তার ১১ টি ছবি। এই মুহুর্তে সবচেয়ে বেশী ছবি তার হাতে। করোনায় অনেকে অবসর সময় কাটালেও তার অবসর নেই। পিতার নির্বাচনে শুটিংয়ের ফাকে ফাকে এসে প্রচারণা চালাচ্ছেন।

.
৪ঠা ফেব্রুয়ারি সিলেটে অভিনয় করে পরদিন আখাউড়া চলে আসেন। রওশন বলেন,নির্বাচন সুষ্টু হলে তার পিতা জয়ী হবেন। প্রচারণায় সরাসরি তাকে বাধা দেয়া না হলে কোথাও বৈঠক করলে ওই বাড়িতে গিয়ে হুমকী দেয়া হচ্ছে। রওশনের পিতা নূরুল হক আখাউড়া পৌরসভার প্রথম মেয়র।