২০০৯ সালে প্রথম দল হিসেবে ছয় শিরোপার সবগুলো জিতেছিলো মেসির দল বার্সেলোনা। টাইগ্রেসকে হারালে হ্যান্সি ফ্লিকের অধীনে এ মৌসুমে ছয় শিরোপাই জিতবে বায়ার্ন মিউনিখ, বসবে বার্সার ঠিক পাশে। পাশাপাশি দ্বিতীয়বার ক্লাব বিশ্বকাপের ট্রফিটা ঘরে তুলবে জার্মান ক্লাবটি।
ইনজুরিতে পড়ায় ফাইনালে খেলতে পারবেন না লিওন গোরেৎজকা, জাভি মার্টিনেজ। তারপরও ফাইনালে ফেভারিট বাভারিয়ানরাই।
অন্যদিকে, মেক্সিকোর ইতিহাসে প্রথম দল হিসেবে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠা টাইগ্রেসের লক্ষ্য অঘটন ঘটানো। প্রথম কোন প্রতিযোগিতায় তাদের প্রতিপক্ষ বায়ার্ন। জয় নিয়েই মাঠ ছাড়তে চায় মেক্সিকোর জায়ান্টরা।