জয়-পরাজয় নিয়ে ভাবনা নেই ক্যারিবিয়ানদের

  • Update Time : ১১:৩৯:৩১ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১
  • / 127
নিজস্ব প্রতিবেদক:
জয়-পরাজয় নিয়ে না ভেবে ঢাকা টেস্টে ৫ দিন ব্যাটে-বলে নিজেদের পরিকল্পনামাফিক খেলাই মূল লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের। অনলাইন সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন ক্যারিবীয়ান অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট। চট্টগ্রামের মতোই উইকেট হবে ঢাকাতেও। অনুশীলনে পিচ দেখে মন্তব্য এই ব্যাটসম্যানের। প্রথম ম্যাচ নিয়ে সন্তুষ্টি থাকলেও, এই টেস্টে আবারও শূন্য থেকে শুরু করতে চায় সফরকারীরা।

চট্টগ্রাম টেস্টে চার দিনে ১২ সেশনের প্রত্যেকটায় নিজেদের আধিপত্য ধরে রেখেছিলো টাইগাররা। তবে ‘শেষ ভালো যার সব ভালো তার’ এই কথাটাকে প্রমাণ করে ক্যারিবিয়ানরা বাঘের থাবা থেকে ছিনিয়ে নিয়েছে জয়; সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের মহাগুরুত্বপূর্ণ ৬০টি পয়েন্ট।
.
রাত পোহালেই মাঠে গড়াবে ঢাকা টেস্ট। প্রথম ম্যাচের আগে যেমন লক্ষ্য ছিলো ক্যারিবিয়দের। এবারও তার ব্যতিক্রম নয়। ফলাফলের চেয়ে মাঠে ৫দিন লড়াইয়ের দিকেই মনোযোগ সফররতদের।
.
উইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট বলেন, শতভাগ আদায় করতে হলেও আপনাকে শুরুটা করতে হবে শূন্য থেকেই। আমরা একটা ম্যাচ জিতেছি। তবে সেটা এখন অতীত। আরেকবার আমাদের দলগত আর ব্যক্তিগত পরিকল্পনাগুলোকে মাঠে বাস্তবায়ন করতে হবে। ৫ দিন কঠিন মনোবল নিয়ে লড়তে হবে। আপাতত এটাই আমাদের লক্ষ্য।
.
সমুদ্র পাড়ি দিয়ে বিদেশের মাটিতে পেসারদের গতির কাছে বরাবরই অস্বস্তিতে পড়ে যায় টাইগার ব্যাটসম্যানরা। তবে হোম কন্ডিশনে স্পিন ট্র্যাক গড়তে কখনও ভুল করেনা বিসিবি। তবে চট্টগ্রামে ঘূর্ণিতে কাজের কাজ হয়নি কিছুই। ঢাকার উইকেটটা কি দেখেছেন ক্যারিবিয়ান ক্যাপ্টেন?
.
ক্রেইগ ব্রাথওয়েট বলেন, অনুশীলনের সময় উইকেটটা দেখেছি। চট্টগ্রামের মতোই মনে হয়েছে। বরং আরও খানিকটা শুষ্ক। মাটিতে কিছুটা ক্র্যাকও আছে। উইকেটের আচরণ আগের ম্যাচের মতোই হবে। একাদশে বাড়তি স্পিনার থাকবে কিনা, সেটা সকালে আবহাওয়া দেখে সিদ্ধান্ত নেব।
.
আবহাওয়া পূর্বাভাস বলছে মিরপুরের সকালটা হবে রৌদ্রজ্জ্বল। তাই পেসারদের জন্য আপাতত কোনো সুসংবাদ নেই।

Tag :

Please Share This Post in Your Social Media


জয়-পরাজয় নিয়ে ভাবনা নেই ক্যারিবিয়ানদের

Update Time : ১১:৩৯:৩১ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১
নিজস্ব প্রতিবেদক:
জয়-পরাজয় নিয়ে না ভেবে ঢাকা টেস্টে ৫ দিন ব্যাটে-বলে নিজেদের পরিকল্পনামাফিক খেলাই মূল লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের। অনলাইন সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন ক্যারিবীয়ান অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট। চট্টগ্রামের মতোই উইকেট হবে ঢাকাতেও। অনুশীলনে পিচ দেখে মন্তব্য এই ব্যাটসম্যানের। প্রথম ম্যাচ নিয়ে সন্তুষ্টি থাকলেও, এই টেস্টে আবারও শূন্য থেকে শুরু করতে চায় সফরকারীরা।

চট্টগ্রাম টেস্টে চার দিনে ১২ সেশনের প্রত্যেকটায় নিজেদের আধিপত্য ধরে রেখেছিলো টাইগাররা। তবে ‘শেষ ভালো যার সব ভালো তার’ এই কথাটাকে প্রমাণ করে ক্যারিবিয়ানরা বাঘের থাবা থেকে ছিনিয়ে নিয়েছে জয়; সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের মহাগুরুত্বপূর্ণ ৬০টি পয়েন্ট।
.
রাত পোহালেই মাঠে গড়াবে ঢাকা টেস্ট। প্রথম ম্যাচের আগে যেমন লক্ষ্য ছিলো ক্যারিবিয়দের। এবারও তার ব্যতিক্রম নয়। ফলাফলের চেয়ে মাঠে ৫দিন লড়াইয়ের দিকেই মনোযোগ সফররতদের।
.
উইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট বলেন, শতভাগ আদায় করতে হলেও আপনাকে শুরুটা করতে হবে শূন্য থেকেই। আমরা একটা ম্যাচ জিতেছি। তবে সেটা এখন অতীত। আরেকবার আমাদের দলগত আর ব্যক্তিগত পরিকল্পনাগুলোকে মাঠে বাস্তবায়ন করতে হবে। ৫ দিন কঠিন মনোবল নিয়ে লড়তে হবে। আপাতত এটাই আমাদের লক্ষ্য।
.
সমুদ্র পাড়ি দিয়ে বিদেশের মাটিতে পেসারদের গতির কাছে বরাবরই অস্বস্তিতে পড়ে যায় টাইগার ব্যাটসম্যানরা। তবে হোম কন্ডিশনে স্পিন ট্র্যাক গড়তে কখনও ভুল করেনা বিসিবি। তবে চট্টগ্রামে ঘূর্ণিতে কাজের কাজ হয়নি কিছুই। ঢাকার উইকেটটা কি দেখেছেন ক্যারিবিয়ান ক্যাপ্টেন?
.
ক্রেইগ ব্রাথওয়েট বলেন, অনুশীলনের সময় উইকেটটা দেখেছি। চট্টগ্রামের মতোই মনে হয়েছে। বরং আরও খানিকটা শুষ্ক। মাটিতে কিছুটা ক্র্যাকও আছে। উইকেটের আচরণ আগের ম্যাচের মতোই হবে। একাদশে বাড়তি স্পিনার থাকবে কিনা, সেটা সকালে আবহাওয়া দেখে সিদ্ধান্ত নেব।
.
আবহাওয়া পূর্বাভাস বলছে মিরপুরের সকালটা হবে রৌদ্রজ্জ্বল। তাই পেসারদের জন্য আপাতত কোনো সুসংবাদ নেই।