বাক প্রতিবন্ধী আনোয়ারের জীবন সংগ্রাম থেমে নেই
- Update Time : ১০:২৭:২২ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১
- / 156
মো: আল-আমিন ভূঁইয়া:
বাক প্রতিবন্ধী হয়ে জীবন সংগ্রাম থেমে নেই আনোয়ার হোসেনের। কাজের মাঝেই তার পরম আনন্দ। টেইলার্স এন্ড সেলাই মেশিন সার্ভিসিং সেন্টার দিয়ে নিজেই ব্যবসার আয় দিয়েই চলে তার সংসার।
.
প্রতিবন্ধকতা কখনোই সাফল্যকে আটকে দিতে পারে না। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সঠিক যত্ম ও পরিচর্যা পেলে ওরাও বদলে দিতে পারে সমাজ, সংসার ও পরিবার।
.
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ঘনিয়ারপাড় গ্রামের বাসিন্দা মোঃ আনোয়ার হোসেন বাক প্রতিবন্ধী (৩৫)। ভাগ্যের নির্মম পরিহাস বাক প্রতিবন্ধী হিসেবে তার জন্ম। সে মনের ভাবটুকু দশ জনের মত প্রকাশ করতে পারে না। এরপরও নিজকে খাটো করে দেখে না। আনোয়ার কথা বলতে না পারলেও ইশারা ইঙ্গিতে কথা বলে। সে বাকপ্রতিবন্ধী হলেও তার কোন দুঃখ নেই, বলতে থাকে সবই আল্লাহর ই”ছা।
.
তার বাবার নাম মৃত আব্দুল মালেক মৃধা, মায়ের নাম মৃত খোকন বেগম। ব্যক্তি জীবনের তিনি বিবাহিত, তিন সন্তানের জনক। আনোয়ার হোসেন তার নিজ প্রচেষ্টায় ঘনিয়ারপার মোড়ে আনোয়ার টেইলার্স এন্ড সেলাই মেশিন সার্ভিসিং সেন্টার দিয়ে ব্যবসা পরিচালনা করেন। যা আয় হয় তাই দিয়েই চলে তাদের সংসার।
.
আনোয়ার হোসেনের ব্যবহার মানুষের ভালবাসা বা চলাফেরা খুবই মুগ্ধ করে দেয়। তার ভালবাসায় মুগ্ধ হয়ে তাকেই পছন্দ করে সবাই এবং এলাকা পেরিয়ে দূর দূরান্তেও তার কাজের ব্যাপক চাহিদা রয়েছে এবং কাজের দায়িত্ব পেলে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে।
.
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান তপু বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের সমঅধিকার ও সমমর্যাদা প্রদানে বদ্ধ পরিকর।
.
উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাস বিডিসমাচারকে জানান, বাক প্রতিবন্ধী আনোয়ারের কাজের দক্ষতার কথা কথা শুনে হতভাগ হয়ে যাই। প্রতিবন্ধীদের জন্য সরকারি অনুদান আসলে তার ও তার পরিবারের জন্য সহযোগিতা করবো।
Tag :