আজ বুধবার (১০ই ফেব্রুয়ারি) দুপুরে বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত রিটের শুনানিতে এ আদেশ দেন।
৬ জন অ্যামিকাস কিউরি হিসেবে যারা নিয়োগ পেয়েছেন তারা হলেন- ফিদা এম কামাল, ড. শাহদীন মালিক, এজে মোহাম্মদ আলী, আব্দুল মতিন খসরু, প্রবীর নিয়োগী ও কামাল উল আলম। এ বিষয়ে পরবর্তী শুনানি হবে ১৫ই ফেব্রুয়ারি।
অ্যামিকাস কিউরিরা রিটের গ্রহণযোগ্যতা, কোনো ব্যক্তি এ ধরনের রিট করতে পারেন কিনা, রাষ্ট্রের বাইরে আল জাজিরার সম্প্রচার বন্ধ করা যায় কিনা, ওটিটি প্ল্যাটফর্ম থেকে আল জাজিরায় প্রচারিত কন্টেন্ট সরানোর বিষয়ে বিধিবিধান ইত্যাদি বিষয়ে মতামত দেবেন।
শুনানিতে বিটিআরসির আইনজীবী বলেন, ফেসবুক, টুইটার, ইউটিউবে মানহানিকর কিছু ঘটলে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা সম্ভব। তিনি আরো বলেন, হাইকোর্ট যেভাবে আদেশ দেবে সেভাবে কাজ করবে বিটিআরসি। আল জাজিরার সম্প্রচার বন্ধ করা যাবে না। তবে বাংলাদেশে একটা বিধিবিধান হচ্ছে বলেও জানান তিনি।