সাতক্ষীরায় সিরিজ বোমা হামলা মামলার রায় আজ

  • Update Time : ১২:১০:০৪ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১
  • / 167

সাতক্ষীরা প্রতিনিধি :

দেশের বহুল আলোচিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার ঘটনায় সাতক্ষীরা শহরের ৬টি বোমা বিস্ফোরণের মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) আদালতের বিচারক মো. শরিফুল ইসলামের আদালতে এই যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। আদালত তা রেকর্ড করেন। আগামীকাল বুধবার (১০ ফেব্রুয়ারি) এ মামলার রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে।

আসামি মনিরুজ্জামান মুন্না, বিল্লাল হোসেন, মো. গিয়াস উদ্দিন, মাহবুবুর রহমান লিটন, শামীম হোসেন গালিব, হাবিবুর রহমান, সাইফুল ইসলাম, মনোয়ার হোসেন উজ্জ্বল, আনিসুর রহমান খোকন ও মিন্টুসহ সকল জামিনপ্রাপ্ত আসামি এবং জেলহাজতে আটক আসামিদের সকাল ৯টায় কারাগার থেকে আদালতে আনা হয়। আসামির কাঠগড়ায় তাদের উপস্থিতিতে আর্গুমেন্ট শেষে আগামীকাল রায় ঘোষণার দিন ধার্য করা হয়।

রাষ্ট্রপক্ষের পিপি এ্যাড. আব্দুল লতিফ জানান, সাক্ষীদের সাক্ষ্যপ্রমাণ এবং আলামত জব্দের মধ্য দিয়ে প্রমাণিত হয় এ মামলার সকলেই দোষী। তিনি তাদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করেন।

রাষ্ট্রপক্ষে এই মামলা পরিচালনায় সহায়তা করেন অতিরিক্ত পিপি আব্দুস সামাদ। অপরদিকে আসামিপক্ষে ছিলেন এ্যাড. জিএম আবুবকর সিদ্দীক।

২০০৫ সালের ১৭ আগস্ট দেশের ৬৩টি জেলায় একযোগে সিরিজ বোমা হামলা হয়েছিল। যার মধ্যে সাতক্ষীরায় গুরুত্বপূর্ণ ৬টি স্থানে আধা ঘণ্টার ব্যবধানে ৬টি বোমা বিস্ফোরণ ঘটায় এএমবির সদস্যরা

Tag :

Please Share This Post in Your Social Media


সাতক্ষীরায় সিরিজ বোমা হামলা মামলার রায় আজ

Update Time : ১২:১০:০৪ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১

সাতক্ষীরা প্রতিনিধি :

দেশের বহুল আলোচিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার ঘটনায় সাতক্ষীরা শহরের ৬টি বোমা বিস্ফোরণের মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) আদালতের বিচারক মো. শরিফুল ইসলামের আদালতে এই যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। আদালত তা রেকর্ড করেন। আগামীকাল বুধবার (১০ ফেব্রুয়ারি) এ মামলার রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে।

আসামি মনিরুজ্জামান মুন্না, বিল্লাল হোসেন, মো. গিয়াস উদ্দিন, মাহবুবুর রহমান লিটন, শামীম হোসেন গালিব, হাবিবুর রহমান, সাইফুল ইসলাম, মনোয়ার হোসেন উজ্জ্বল, আনিসুর রহমান খোকন ও মিন্টুসহ সকল জামিনপ্রাপ্ত আসামি এবং জেলহাজতে আটক আসামিদের সকাল ৯টায় কারাগার থেকে আদালতে আনা হয়। আসামির কাঠগড়ায় তাদের উপস্থিতিতে আর্গুমেন্ট শেষে আগামীকাল রায় ঘোষণার দিন ধার্য করা হয়।

রাষ্ট্রপক্ষের পিপি এ্যাড. আব্দুল লতিফ জানান, সাক্ষীদের সাক্ষ্যপ্রমাণ এবং আলামত জব্দের মধ্য দিয়ে প্রমাণিত হয় এ মামলার সকলেই দোষী। তিনি তাদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করেন।

রাষ্ট্রপক্ষে এই মামলা পরিচালনায় সহায়তা করেন অতিরিক্ত পিপি আব্দুস সামাদ। অপরদিকে আসামিপক্ষে ছিলেন এ্যাড. জিএম আবুবকর সিদ্দীক।

২০০৫ সালের ১৭ আগস্ট দেশের ৬৩টি জেলায় একযোগে সিরিজ বোমা হামলা হয়েছিল। যার মধ্যে সাতক্ষীরায় গুরুত্বপূর্ণ ৬টি স্থানে আধা ঘণ্টার ব্যবধানে ৬টি বোমা বিস্ফোরণ ঘটায় এএমবির সদস্যরা