মুমিনুলের দশম সেঞ্চুরি
- Update Time : ০১:০৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১
- / 161
উইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ক্যারিয়ারের দশম সেঞ্চুরি তুলে নিলেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। ১৭৩ বলে ৯ চারে এই মাইলফলক ছুঁলেন লিটল মাষ্টার। তার ক্যারিয়ারের ১০টি সেঞ্চুরির ৭টিই এই চট্টগ্রামের মাটিতে, বাকি ৩টি ঢাকার মাটিতে।
চট্টগ্রাম টেস্টের ৪র্থ দিনে দুর্দান্ত খেলে যাচ্ছেন অধিনায়ক মুমিনুল হক ও লিটন দাস। টেস্ট ক্যারিয়ারে ৬ষ্ঠ হাফসেঞ্চুরি তুলে নিলেন লিটন। ৯৬ বলে ফিফটি করেন লিটন। লিটনের হাফসেঞ্চুরি উদযাপনের রেশ কাটতে না কাটতেই সেঞ্চুরি করেন অধিনায়ক মুমিনুল।
পঞ্চম উইকেটে লিটনের সঙ্গে ইতোমধ্যে ১২০ রানের জুটি গড়েছেন মুমিনুল। মুমিনুল-লিটনে ভর করে ৩৬৪ রানের লিড ছাড়িয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে সামনে থেকেই নেতৃত্ব দিয়ে যাচ্ছেন মুমিনুল হক। অধিনায়কোচিত ইনিংস খেলছেন তিনি। গতকাল ১ রানে ২ উইকেট হারানোর পর মুমিনুলকে যোগ সঙ্গ দিতে পারেননি মুশফিকও।
৪র্থ দিনের প্রথম সেশনে রাহকিমের ঘূর্ণিবলে পরাস্ত হয়ে মাত্র ১৮ রানে বিদায় নেন মি. ডিপেন্ডেবল। এরপর লিটন দাসকে সঙ্গী করে দুর্দান্তভাবে এগিয়ে যাচ্ছেন মুমিনুল।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ১ রানে দুই উইকেট হারানো বাংলাদেশ ৩৩ রানের মাথায় হারিয়ে বসে তৃতীয় উইকেট। তিন উইকেটে ৪৭ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ।
উল্লেখ্য, চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৪৩০ রান তুলেছিল বাংলাদেশ। পরে বাংলাদেশের স্পিন বিষে নীল হয়ে ২৫৯ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস।