আশুলিয়ায় জাল সনদ তৈরি চক্রের ০২ সদস্য গ্রেফতার
- Update Time : ০৪:৫২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১
- / 162
নিজস্ব প্রতিবেদক:
ঢাকার আশুলিয়া থেকে জাল সনদ তৈরি চক্রের ০২ সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব জানান,সোমবার (১ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে, ঢাকা জেলার আশুলিয়া থানাধীন এলাকায় “মৌসুমি ফোন এন্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার” নামক একটি প্রতিষ্ঠান বিভিন্ন শিক্ষাবোর্ডের জাল সনদপত্র বিক্রয়ের উদ্দেশ্যে তৈরী করে আসছে।
র্যাব-৪ এর একটি আভিযানিক দল সোমবার আশুলিয়া থানাধীন এলাকায় “মৌসুমি ফোন এন্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার” নামক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে জাল সনদপত্র তৈরি চক্রের সদস্য মোঃ রবিউল আলম (৪২),মোঃ বেল্লাল হোসেন (২২) কে গ্রেফতার করে।
এ সময় ২ টি ভুয়া এইচএসসি সার্টিফিকেট, শিক্ষাবোর্ডের ভুয়া সনদপত্র তৈরির কাজে ব্যবহৃত ১৫ টি খালি কাগজ, ০১ টি মনিটর, ০১ টি স্ক্যানার, ০১ টি কালার প্রিন্টার, ০১ টি সিপিইউ, ০১ টি পেনড্রাইভ, ০১ টি মডেম এবং ০২ মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে জালিয়াত চক্রটি তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করার পাশাপাশি দীর্ঘদিন যাবত অর্থের লোভে সনদপত্র জালিয়াতির সঙ্গে জড়িত। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং সংশ্লিষ্ট অন্যান্য জালিয়াতি চক্রের সদস্যদের গ্রেফতার করার জন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। অদূর ভবিষ্যতেও এরুপ অসাধু জালিয়াতি চক্রের বিরুদ্ধে র্যাব-৪ এর জোড়ালো অভিযান অব্যাহত থাকবে।