সংগীতগুরু সঞ্জীব দে আর নেই

  • Update Time : ০২:২৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১
  • / 119
বিনোদন প্রতিবেদক:

দেশের অন্যতম সঙ্গীতশিল্পী ও শাস্ত্রীয় সংগীতের প্রশিক্ষক ওস্তাদ সঞ্জীব দে মারা গেছেন। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাত ১১টার দিকে নয়াটোলার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার ছেলে প্রখ্যাত সেতার শিল্পী নিশিত দে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
.
তিনি বলেন, ‘আমার বাবা সঞ্জীব দে বৃহস্পতিবার রাত ১০:৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার আত্মা শান্তিতে থাকুক। তার বিদেহী আত্মার জন্য প্রার্থনা করবেন।’
.
সঞ্জীব দে’কে মূল্যায়ন করা হয় দেশের সবচেয়ে সফল ও জনপ্রিয় সংগীতগুরু হিসেবে। ১৯৭৪ সাল থেকে প্রায় ৫ দশক ধরে তিনি সংগীত শিক্ষার কাজটি করে আসছিলেন পরম মমতার সঙ্গে।
.
পারিবারিক ঐতিহ্য থেকে গানের সঙ্গে জীবন-যাপন তার। দাদু পেয়ারী মোহন দে বাঁশিবাদক, বাবা মিথুন দে উচ্চাঙ্গ সংগীতের নামকরা গুরু ছিলেন। সেই ধারাবাহিকতায় সঞ্জীব দে’র সংগীতের পথচলা। শাকিলা জাফর, আলম আরা মিনু, বাপ্পা মজুমদার, এসডি রুবেল, আঁখি আলমগীর, ইবরার টিপু, দিনাত জাহান মুন্নীর মতো অসংখ্য শিল্পী তৈরি হয়েছেন তার হাত ধরেই।
.
এক পুত্র, এক কন্যা ও স্ত্রী রেখে না ফেরার দেশে চলে গেলেন এই গুণী শিল্পী ও কিংবদন্তি।

Tag :

Please Share This Post in Your Social Media


সংগীতগুরু সঞ্জীব দে আর নেই

Update Time : ০২:২৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১
বিনোদন প্রতিবেদক:

দেশের অন্যতম সঙ্গীতশিল্পী ও শাস্ত্রীয় সংগীতের প্রশিক্ষক ওস্তাদ সঞ্জীব দে মারা গেছেন। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাত ১১টার দিকে নয়াটোলার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার ছেলে প্রখ্যাত সেতার শিল্পী নিশিত দে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
.
তিনি বলেন, ‘আমার বাবা সঞ্জীব দে বৃহস্পতিবার রাত ১০:৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার আত্মা শান্তিতে থাকুক। তার বিদেহী আত্মার জন্য প্রার্থনা করবেন।’
.
সঞ্জীব দে’কে মূল্যায়ন করা হয় দেশের সবচেয়ে সফল ও জনপ্রিয় সংগীতগুরু হিসেবে। ১৯৭৪ সাল থেকে প্রায় ৫ দশক ধরে তিনি সংগীত শিক্ষার কাজটি করে আসছিলেন পরম মমতার সঙ্গে।
.
পারিবারিক ঐতিহ্য থেকে গানের সঙ্গে জীবন-যাপন তার। দাদু পেয়ারী মোহন দে বাঁশিবাদক, বাবা মিথুন দে উচ্চাঙ্গ সংগীতের নামকরা গুরু ছিলেন। সেই ধারাবাহিকতায় সঞ্জীব দে’র সংগীতের পথচলা। শাকিলা জাফর, আলম আরা মিনু, বাপ্পা মজুমদার, এসডি রুবেল, আঁখি আলমগীর, ইবরার টিপু, দিনাত জাহান মুন্নীর মতো অসংখ্য শিল্পী তৈরি হয়েছেন তার হাত ধরেই।
.
এক পুত্র, এক কন্যা ও স্ত্রী রেখে না ফেরার দেশে চলে গেলেন এই গুণী শিল্পী ও কিংবদন্তি।