২৮ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

  • Update Time : ০১:২২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১
  • / 131
সিলেট প্রতিনিধি:

সিলেট নগরী থেকে ২৮ হাজার ৮০০ পিস ইয়াবাসহ রোকসানা আক্তার (৩৬) নামের এক নারীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোকসানা জকিগঞ্জ উপজেলার এওলাসার গ্রামের আব্দুল হামিদ চৌধুরীর স্ত্রী। বৃহস্পতিবার বিকেলে নগরীর শাহজালাল উপশহর এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদদের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর একটি আভিযানিক দল নগরের শাহজালাল উপশহর এলাকায় অভিযান চালায়। এসময় ওই এলাকায় অভিযান চালিয়ে ২৮ হাজার ৮০০ পিস ইয়াবাসহ রোকসানা আক্তারকে গ্রেপ্তার করে র‌্যাব। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে শাহপরাণ থানায় মাদক আইনে মামলা দায়ের করে। পরে তাকে শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে।

অভিযানে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর অধিনায়ক লে. কর্ণেল আবু মুসা মো. শরীফুল ইসলামের নেতৃত্বে মেজর মো. শওকাতুল মোনায়েম, সহকারী পুলিশ সুপার (এএসপি) একেএম কামরুজ্জামান এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহসহ সদর কোম্পানীর একটি দল অংশ নেয়।

Tag :

Please Share This Post in Your Social Media


২৮ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

Update Time : ০১:২২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১
সিলেট প্রতিনিধি:

সিলেট নগরী থেকে ২৮ হাজার ৮০০ পিস ইয়াবাসহ রোকসানা আক্তার (৩৬) নামের এক নারীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোকসানা জকিগঞ্জ উপজেলার এওলাসার গ্রামের আব্দুল হামিদ চৌধুরীর স্ত্রী। বৃহস্পতিবার বিকেলে নগরীর শাহজালাল উপশহর এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদদের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর একটি আভিযানিক দল নগরের শাহজালাল উপশহর এলাকায় অভিযান চালায়। এসময় ওই এলাকায় অভিযান চালিয়ে ২৮ হাজার ৮০০ পিস ইয়াবাসহ রোকসানা আক্তারকে গ্রেপ্তার করে র‌্যাব। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে শাহপরাণ থানায় মাদক আইনে মামলা দায়ের করে। পরে তাকে শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে।

অভিযানে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর অধিনায়ক লে. কর্ণেল আবু মুসা মো. শরীফুল ইসলামের নেতৃত্বে মেজর মো. শওকাতুল মোনায়েম, সহকারী পুলিশ সুপার (এএসপি) একেএম কামরুজ্জামান এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহসহ সদর কোম্পানীর একটি দল অংশ নেয়।