তানোরে প্রতীক বরাদ্দ: নির্বাচনী আনুষ্ঠানিক প্রচার শুরু
- Update Time : ০২:৪৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১
- / 149
আব্দুর রাজ্জাক রাজু, (রাজশাহী) তানোর প্রতিনিধি:
রাজশাহীর তানোর পৌরসভা নির্বাচনে ৫২ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ ছোট হলরুমে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
.
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো তানোর পৌরসভায় অংশগ্রহণকারী প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। নির্বাচনে সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে উপজেলা নির্বাচন কর্মকর্তা (অতিঃ) সুস্মিতা রাণী সার্বিক সহযোগিতা করেন।
.
নির্বাচনে মেয়র পদে তিন জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১৪ জন এবং নয়টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।’ তানোর পৌরসভার নির্বাচনে ২৪ হাজার ৬৬৭ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ১২ হাজার ৩৮ এবং নারী ১২ হাজার ৬২৯ জন।
.
নয়টি ভোটকেন্দ্রে আগামী ১৪ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
.
মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত ইমরুল হক (নৌকা), বিএনপি মনোনীত ও বর্তমান মেয়র মিজানুর রহমান মিজান (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালেক (নারিকেল গাছ) প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ইউএনও সুশান্ত কুমার নির্বাচন কমিশনের দেওয়া আচরণবিধি যথাযথভাবে মেনে চলতে প্রার্থীদের নির্দেশনা দেন।
Tag :