নওহাটা পৌরসভা নির্বাচনে মেয়র ৩, সংরক্ষিত নারী ১৮ ও কাউন্সিলর ৪৮ প্রার্থী

  • Update Time : ১০:০৮:০২ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১
  • / 147
ইউসুফ আলী চৌধুরী,রাজশাহী প্রতিনিধি:
চতুর্থ ধাপের নির্বাচনে রাজশাহীর নওহাটা পৌরসভায় ১৪ ফেব্রুয়ারী ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ পৌরসভায় একজন মেয়র পদে ও তিনজন কাউন্সিলর পদে তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।
.
মঙ্গলবার(২৬ জানুয়ারি)মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে মেয়রপ্রার্থী মামুনুর সরকার জেড ও কাউন্সিলর পদে ২ নম্বর ওয়ার্ডে হাসান ইমাম, ৬ নম্বর ওয়ার্ডে বোরহান উদ্দিন ও ৭ নম্বর ওয়ার্ডে এনামুল হক তাদের মনোনয়ন প্রত্যাহার করেন। যাচাই-বাছাই শেষে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭১ জন প্রার্থী ছিলেন।
.
এরমধ্যে মেয়রপদে ৪ জন, কাউন্সিলর পদে ৪৯ জন এবং সংরক্ষিত নারী আসনে ১৮ জন। ব্যাংক ঋণ ও কাগজপত্রে ত্রুটির জন্য সাধারণ কাউন্সিলর পদে ৪ জনকে বাতিল ঘোষণা করা হয়েছে। কিন্তু আপীলে ১ নম্বর ওয়ার্ডে আবু বকর ছিদ্দিক ও ৪ নম্বর ওয়ার্ডে সোহেল রানা তাদের প্রার্থীতা ফেরৎ পান। এ নিয়ে মেয়র পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৩ জন, সংরক্ষিত নারী আসনে ১৮ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪৮ জন।
.
প্রার্থী প্রত্যাহার শেষে বুধবার(২৭ জানুয়ারী) প্রতীক বরাদ্ধ শেষে এ তথ্য নিশ্চিত করেছেন পবা উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম। পবা উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রামানিক জানান, নওহাটা পৌরসভায় মেয়র পদে ৩জন, সংরক্ষিত নারী আসনে ১৮ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৪৮ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। মেয়র পদের প্রার্থীরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত হাফিজুর রহমান হাফিজ-নৌকা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত আলহাজ্ব শেখ মো. মকুবল হোসেন-ধানের শীষ এবং স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী আব্দুল বারী খান-নারিকেল গাছ। সংরক্ষিত নারী আসনের ১৮জন কাউন্সিলর প্রতিদ্বন্দ্বি প্রার্থী ও প্রতিক হলো, ১ নম্বর আসনে ৭জন- আসমা বেগম-হারমোনিয়াম, জরিনা বেগম-চশমা, তাজমা ইসলাম পারুল-জবা ফুল, নাজমীন-টেলিফোন, মরিয়ম বিবি ঝর্ণা-দ্বীতল বাস, রত্না খাতুন-অটোরিক্সা ও কালী রাণী-আনারস।
.
২ নম্বর আসনে ৫জন- আজেদা বিবি-আনারস, ফাতেমা আক্তার সুমি-অটোরিক্সা, রেশভানু বেগম-বলপেন, সোখিনা বিবি-হারমোনিয়াম, ও হুসনেয়ারা বিবি-চশমা। ৩ নম্বর আসনে-৬জন- ফরিদা বেগম-অটোরিক্সা, নার্গিস বেগম-জবা ফুল, রাজিয়া সুলতানা-চশমা, রাশেদা বেগম-টেলিফোন, শীনা বেওয়া-বলপেন ও রীতা সাহা-আনারস। সাধারণ ৪৮জন কাউন্সিলর প্রতিদ্বন্দ্বি প্রার্থী ও প্রতিক হলো, ১ নম্বর ওয়ার্ডের ৮জন- আফজাল হোসেন-ঢেঁড়শ, আবু বকর সিদ্দিক-ডালিম, আলিফ আলী-পানির বোতল, আশরাফ-পাঞ্জাবী, ইদ্রিস আলী-ব্লাক বোর্ড, দিদার হোসেন ভুলু-উটপাখি, নাজমুল ইসলাম বারিক-গাজর, ও শাহীন আলী-টেবিল ল্যাম্প।
.
২ নম্বর ওয়ার্ডের ৪জন- আজিজুল হক-উটপাখি, আজাদ আলী-ডালিম, আজাহার আলী-ব্লাক বোর্ড, ও সাইফুল ইসলাম-পাঞ্জাবী। ৩ নম্বর ওয়ার্ডের ৭জন- খায়রুল ইসলাম-উটপাখি, নশিম উদ্দিন-ঢেঁড়শ, নাসিম উদ্দিন-পাঞ্জাবী, মাসুদ পারভেজ-পানির বোতল, মোজাম্মেল হক-ব্লাক বোর্ড, সুজন মোল্লা-ডালিম, ও হাবিব মিয়া-টেবিল ল্যাম্প। ৪ নম্বর ওয়ার্ডের ৬জন- দারেস আলী-ডালিম, নাজিম উদ্দিন মোল্লা-পানির বোতল, মুরসেদ সরকার-পাঞ্জাবী, মোস্তফা আলী-উটপাখি, স্বপন আলী-ব্লাক বোর্ড, সোহেল রানা-ব্রিজ। ৫ নম্বর ওয়ার্ডের ৬জন- অনিসুর রহমান-পানির বোতল, ফয়জুল ইসলাম-টেবিল ল্যাম্প, বাছের উদ্দিন-ডালিম, মকছেদ আলী-উটপাখি, মোখলেছুর রহমান-পাঞ্জাবী, ও সাজ্জাদ হোসেন-ঢেঁড়শ। ৬ নম্বর ওয়ার্ডের ৬জন- আতিকুর রহমান-পাঞ্জাবী, আবু বাক্কার সিদ্দিক-টেবিল ল্যাম্প, আলাউদ্দিন মোল্লা-পানির বোতল, কামাল হোসেন-ব্রিজ, নুরুজ্জামান খান-উটপাখি, ও শফিকুল ইসলাম-ডালিম। ৭ নম্বর ওয়ার্ডের ৪জন- দেওয়ান সাদেক আলী আহম্মেদ-পানির বোতল, আবু সুফিয়ান সেখ-ডালিম, মোস্তাক আলী-পাঞ্জাবী, ও সানোয়ার হোসেন-উটপাখি।
.
৮ নম্বর ওয়ার্ডের ৪জন- মোহাম্মদ আলী জিন্নাহ-টেবিল ল্যাম্প, আব্দুল আলীম-উটপাখি, মন্টু আলী-পাঞ্জাবী, হাবিবুর রহমান-ডালিম ও এবং ৯ নম্বর ওয়ার্ডের ৩জন- আফতাব উদ্দিন-উটপাখি, আব্দুল হালিম সরকার-পানির বোতল, সাইদুর রহমান-টেবিল ল্যাম্প। এই পৌরসভার মোট ওয়ার্ড ৯টি, সংরক্ষিত ওয়ার্ড ৩টি, কেন্দ্র ১৯টি, ভোটকক্ষ ১২৪টি, ভোটার সংখ্যা ৪৩ হাজার, ৮শ ৪২ জন। যারমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২১ হাজার, ৬শ ৫৩ জন ও নারী ভোটার সংখ্যা ২২ হাজার, ১শ ৮৯ জন।
Tag :

Please Share This Post in Your Social Media


নওহাটা পৌরসভা নির্বাচনে মেয়র ৩, সংরক্ষিত নারী ১৮ ও কাউন্সিলর ৪৮ প্রার্থী

Update Time : ১০:০৮:০২ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১
ইউসুফ আলী চৌধুরী,রাজশাহী প্রতিনিধি:
চতুর্থ ধাপের নির্বাচনে রাজশাহীর নওহাটা পৌরসভায় ১৪ ফেব্রুয়ারী ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ পৌরসভায় একজন মেয়র পদে ও তিনজন কাউন্সিলর পদে তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।
.
মঙ্গলবার(২৬ জানুয়ারি)মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে মেয়রপ্রার্থী মামুনুর সরকার জেড ও কাউন্সিলর পদে ২ নম্বর ওয়ার্ডে হাসান ইমাম, ৬ নম্বর ওয়ার্ডে বোরহান উদ্দিন ও ৭ নম্বর ওয়ার্ডে এনামুল হক তাদের মনোনয়ন প্রত্যাহার করেন। যাচাই-বাছাই শেষে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭১ জন প্রার্থী ছিলেন।
.
এরমধ্যে মেয়রপদে ৪ জন, কাউন্সিলর পদে ৪৯ জন এবং সংরক্ষিত নারী আসনে ১৮ জন। ব্যাংক ঋণ ও কাগজপত্রে ত্রুটির জন্য সাধারণ কাউন্সিলর পদে ৪ জনকে বাতিল ঘোষণা করা হয়েছে। কিন্তু আপীলে ১ নম্বর ওয়ার্ডে আবু বকর ছিদ্দিক ও ৪ নম্বর ওয়ার্ডে সোহেল রানা তাদের প্রার্থীতা ফেরৎ পান। এ নিয়ে মেয়র পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৩ জন, সংরক্ষিত নারী আসনে ১৮ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪৮ জন।
.
প্রার্থী প্রত্যাহার শেষে বুধবার(২৭ জানুয়ারী) প্রতীক বরাদ্ধ শেষে এ তথ্য নিশ্চিত করেছেন পবা উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম। পবা উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রামানিক জানান, নওহাটা পৌরসভায় মেয়র পদে ৩জন, সংরক্ষিত নারী আসনে ১৮ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৪৮ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। মেয়র পদের প্রার্থীরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত হাফিজুর রহমান হাফিজ-নৌকা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত আলহাজ্ব শেখ মো. মকুবল হোসেন-ধানের শীষ এবং স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী আব্দুল বারী খান-নারিকেল গাছ। সংরক্ষিত নারী আসনের ১৮জন কাউন্সিলর প্রতিদ্বন্দ্বি প্রার্থী ও প্রতিক হলো, ১ নম্বর আসনে ৭জন- আসমা বেগম-হারমোনিয়াম, জরিনা বেগম-চশমা, তাজমা ইসলাম পারুল-জবা ফুল, নাজমীন-টেলিফোন, মরিয়ম বিবি ঝর্ণা-দ্বীতল বাস, রত্না খাতুন-অটোরিক্সা ও কালী রাণী-আনারস।
.
২ নম্বর আসনে ৫জন- আজেদা বিবি-আনারস, ফাতেমা আক্তার সুমি-অটোরিক্সা, রেশভানু বেগম-বলপেন, সোখিনা বিবি-হারমোনিয়াম, ও হুসনেয়ারা বিবি-চশমা। ৩ নম্বর আসনে-৬জন- ফরিদা বেগম-অটোরিক্সা, নার্গিস বেগম-জবা ফুল, রাজিয়া সুলতানা-চশমা, রাশেদা বেগম-টেলিফোন, শীনা বেওয়া-বলপেন ও রীতা সাহা-আনারস। সাধারণ ৪৮জন কাউন্সিলর প্রতিদ্বন্দ্বি প্রার্থী ও প্রতিক হলো, ১ নম্বর ওয়ার্ডের ৮জন- আফজাল হোসেন-ঢেঁড়শ, আবু বকর সিদ্দিক-ডালিম, আলিফ আলী-পানির বোতল, আশরাফ-পাঞ্জাবী, ইদ্রিস আলী-ব্লাক বোর্ড, দিদার হোসেন ভুলু-উটপাখি, নাজমুল ইসলাম বারিক-গাজর, ও শাহীন আলী-টেবিল ল্যাম্প।
.
২ নম্বর ওয়ার্ডের ৪জন- আজিজুল হক-উটপাখি, আজাদ আলী-ডালিম, আজাহার আলী-ব্লাক বোর্ড, ও সাইফুল ইসলাম-পাঞ্জাবী। ৩ নম্বর ওয়ার্ডের ৭জন- খায়রুল ইসলাম-উটপাখি, নশিম উদ্দিন-ঢেঁড়শ, নাসিম উদ্দিন-পাঞ্জাবী, মাসুদ পারভেজ-পানির বোতল, মোজাম্মেল হক-ব্লাক বোর্ড, সুজন মোল্লা-ডালিম, ও হাবিব মিয়া-টেবিল ল্যাম্প। ৪ নম্বর ওয়ার্ডের ৬জন- দারেস আলী-ডালিম, নাজিম উদ্দিন মোল্লা-পানির বোতল, মুরসেদ সরকার-পাঞ্জাবী, মোস্তফা আলী-উটপাখি, স্বপন আলী-ব্লাক বোর্ড, সোহেল রানা-ব্রিজ। ৫ নম্বর ওয়ার্ডের ৬জন- অনিসুর রহমান-পানির বোতল, ফয়জুল ইসলাম-টেবিল ল্যাম্প, বাছের উদ্দিন-ডালিম, মকছেদ আলী-উটপাখি, মোখলেছুর রহমান-পাঞ্জাবী, ও সাজ্জাদ হোসেন-ঢেঁড়শ। ৬ নম্বর ওয়ার্ডের ৬জন- আতিকুর রহমান-পাঞ্জাবী, আবু বাক্কার সিদ্দিক-টেবিল ল্যাম্প, আলাউদ্দিন মোল্লা-পানির বোতল, কামাল হোসেন-ব্রিজ, নুরুজ্জামান খান-উটপাখি, ও শফিকুল ইসলাম-ডালিম। ৭ নম্বর ওয়ার্ডের ৪জন- দেওয়ান সাদেক আলী আহম্মেদ-পানির বোতল, আবু সুফিয়ান সেখ-ডালিম, মোস্তাক আলী-পাঞ্জাবী, ও সানোয়ার হোসেন-উটপাখি।
.
৮ নম্বর ওয়ার্ডের ৪জন- মোহাম্মদ আলী জিন্নাহ-টেবিল ল্যাম্প, আব্দুল আলীম-উটপাখি, মন্টু আলী-পাঞ্জাবী, হাবিবুর রহমান-ডালিম ও এবং ৯ নম্বর ওয়ার্ডের ৩জন- আফতাব উদ্দিন-উটপাখি, আব্দুল হালিম সরকার-পানির বোতল, সাইদুর রহমান-টেবিল ল্যাম্প। এই পৌরসভার মোট ওয়ার্ড ৯টি, সংরক্ষিত ওয়ার্ড ৩টি, কেন্দ্র ১৯টি, ভোটকক্ষ ১২৪টি, ভোটার সংখ্যা ৪৩ হাজার, ৮শ ৪২ জন। যারমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২১ হাজার, ৬শ ৫৩ জন ও নারী ভোটার সংখ্যা ২২ হাজার, ১শ ৮৯ জন।