চকরিয়া উপজেলায় অবৈধ গোল কাঠ জব্দ
- Update Time : ০৯:৩০:১৩ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১
- / 151
বিপ্লব দাশ, চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় ফাঁসিয়াখালী রেঞ্জ এর অধীনে ২৭ জানুয়ারী (বুধবার )বিকালে কক্সবাজার উত্তর বন বিভাগ এর বিশেষ টহল দলের ওসি একেএম আতা এলাহীর নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে ডুলহাজারা বাজার এলাকা থেকে অবৈধ ৬০ ফুট আকাশ মনি গোল কাঠ পরিবহন কালে ১ জীপ গাড়ী জব্দ করা হয়।
.
যার আনুমানিক বাজার মুল্য প্রায় ৪০হাজার টাকা। রেঞ্জ কর্মকর্তা এ,কে এম আতা এলাহী জানান, দেশের বিভিন্ন জায়গায় পাচারের জন্য অবৈধভাবে জমা করে রাখা প্রায় ৬০ ঘন ফিট আকাশ মনি গোল কাঠ পাচারকালে আটক করি।
.
বর্তমানে আটককৃত কাঠ ও বহনকৃত গাড়ি কক্সবাজারবন বিভাগ কার্যালয়ে রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷ কক্সবাজার বিভাগীয় বন কর্মকর্তা তহিদুল ইসলাম জানান,পাচারকারি যতই শক্তিশালী হউক না কেন আমরা তাদের প্রতিহত করবো।
.
বনবিভাগের একটি গাছও আমরা কাঠ খেকোদের হাতে যেতে দিব না। আমাদেও চৌকস কর্মকর্তরা সবসময় মাঠে কাজ করছে । ১৯২৭ সালের বন বিভাগের আইনে অবৈধভাবে কাঠ পাচার শাস্তিযোগ্য অপরাধ।
Tag :