চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ

  • Update Time : ১২:৪৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১
  • / 187

নিজস্ব প্রতিবেদক:

ড. মোঃ নাছিম আখতারকে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস চ্যান্সেলর) নিয়োগ দেয়া হয়েছে। সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা থেকে ২৫ জানুয়ারি প্রকাশিত প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা গেছে।
.
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এর অনুমোদনক্রমে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০-এর ১০ ধারার উপধারা (১) অনুযায়ী ড. মোঃ নাছিম আখতার, অধ্যাপক ও পরিচালক, কম্পিউটার সেন্টার, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরকে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ করা হলো। উপ-সচিব মোঃ নূর-ই-আলম স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনটি সোমবার জারি করা হয়।
.
এদিকে ভিসি নিয়োগের এই প্রজ্ঞাপনের মধ্য দিয়ে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কার্যক্রমের পথচলা শুরু হলো বলে মনে করছেন চাঁদপুরবাসী।
.
এ বিষয়ে সোমবার রাতে শিক্ষামন্ত্রীর পিআরও আবুল খায়ের জানান, ভিসি নিয়োগের মধ্য দিয়েই চাঁদপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ প্রাতিষ্ঠানিকভাবে শুরু হয়ে গেলো। এরপর পিডি তথা প্রজেক্ট ডিরেক্টর নিয়োগ দেয়া হবে। আর এটি সহসাই নিয়োগ হয়ে যাবে। পিডি নিয়োগ হওয়ার পর তিনি জায়গা অধিগ্রহণসহ অবকাঠামো নির্মাণের অন্যান্য কাজ শুরু করবেন। তবে যেহেতু ভিসি নিয়োগ হয়ে গিয়েছে, সেজন্যে ভিসি মহোদয় ভাড়া বাড়িতেও বিশ্ববিদ্যালয়ের অফিস নিয়ে ভর্তিসহ ক্লাস শুরুর কার্যক্রম করতে পারেন।
Tag :

Please Share This Post in Your Social Media


চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ

Update Time : ১২:৪৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১

নিজস্ব প্রতিবেদক:

ড. মোঃ নাছিম আখতারকে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস চ্যান্সেলর) নিয়োগ দেয়া হয়েছে। সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা থেকে ২৫ জানুয়ারি প্রকাশিত প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা গেছে।
.
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এর অনুমোদনক্রমে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০-এর ১০ ধারার উপধারা (১) অনুযায়ী ড. মোঃ নাছিম আখতার, অধ্যাপক ও পরিচালক, কম্পিউটার সেন্টার, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরকে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ করা হলো। উপ-সচিব মোঃ নূর-ই-আলম স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনটি সোমবার জারি করা হয়।
.
এদিকে ভিসি নিয়োগের এই প্রজ্ঞাপনের মধ্য দিয়ে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কার্যক্রমের পথচলা শুরু হলো বলে মনে করছেন চাঁদপুরবাসী।
.
এ বিষয়ে সোমবার রাতে শিক্ষামন্ত্রীর পিআরও আবুল খায়ের জানান, ভিসি নিয়োগের মধ্য দিয়েই চাঁদপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ প্রাতিষ্ঠানিকভাবে শুরু হয়ে গেলো। এরপর পিডি তথা প্রজেক্ট ডিরেক্টর নিয়োগ দেয়া হবে। আর এটি সহসাই নিয়োগ হয়ে যাবে। পিডি নিয়োগ হওয়ার পর তিনি জায়গা অধিগ্রহণসহ অবকাঠামো নির্মাণের অন্যান্য কাজ শুরু করবেন। তবে যেহেতু ভিসি নিয়োগ হয়ে গিয়েছে, সেজন্যে ভিসি মহোদয় ভাড়া বাড়িতেও বিশ্ববিদ্যালয়ের অফিস নিয়ে ভর্তিসহ ক্লাস শুরুর কার্যক্রম করতে পারেন।