কুয়াশা

  • Update Time : ০২:১৬:২২ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১
  • / 265
              কুয়াশা
            বিষ্ণু সাহা
.
সব থেকে ভালো লাগে তোমার নীল শাড়ি
আমার দেওয়া তোমার হাতে পরা লাল নীল চুড়ি
আজও মনে পরে তোমার কথাগুলো বলা না
বলা অভিমানগুলো আজও ভাসে কানে
সবছেরে ছোটে মন পিছু তোমার টানে।
.
তোমার চুলের খোঁপায় বাঁধা নীল রঙা প্রজাপতি
খেলে হতে এসে নাচে তালে তালে
মন ভাঙে ভাঙাচোরা সপ্ন জোড়া দিতে
পেজা তুলো হয়ে নীল মেঘ ভাসে আকাশ মাঝে
নতুন বানানো নাম সবথেকে পুরোনো লাগে।
.
চুলের গন্ধে ব্যাকুল আকুল কাছে যেতে
বসতে পাশে নিয়ে গল্পের ঝুড়ি
গোলাপের পাপড়ি ছিঁড়ে ভুল বোঝা খুনসুটি।
.
সব ফেলে দেখো কাটে একাকী দিন আমার
রাত কাটে অভিমানে ভেজা নিয়ে
সাথে হাত তোমার আমার বুকে
সুখে ভেজে নীল রংধনু রঙের খোঁজে।
.
আধারে ঢাকা রাতের আকাশ করেছো
আমার তুমি তোমার জন্য নিয়েছো আমায় তুমি।
.
ভাঙ্গা সপ্নগুলো আজও মধুর লাগে
লাগে ভালো উকি দিতে চোখে
চোখ পরার আগে গুছিয়ে নিয়
সাজিয়ে নিয় তোমায় আমাকে দেবো বলে
যা দেখি সবই যেনো তুমি
তুমি লাগে তোমার মত তুমি দেখি না কারো মাঝে।
Tag :

Please Share This Post in Your Social Media


কুয়াশা

Update Time : ০২:১৬:২২ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১
              কুয়াশা
            বিষ্ণু সাহা
.
সব থেকে ভালো লাগে তোমার নীল শাড়ি
আমার দেওয়া তোমার হাতে পরা লাল নীল চুড়ি
আজও মনে পরে তোমার কথাগুলো বলা না
বলা অভিমানগুলো আজও ভাসে কানে
সবছেরে ছোটে মন পিছু তোমার টানে।
.
তোমার চুলের খোঁপায় বাঁধা নীল রঙা প্রজাপতি
খেলে হতে এসে নাচে তালে তালে
মন ভাঙে ভাঙাচোরা সপ্ন জোড়া দিতে
পেজা তুলো হয়ে নীল মেঘ ভাসে আকাশ মাঝে
নতুন বানানো নাম সবথেকে পুরোনো লাগে।
.
চুলের গন্ধে ব্যাকুল আকুল কাছে যেতে
বসতে পাশে নিয়ে গল্পের ঝুড়ি
গোলাপের পাপড়ি ছিঁড়ে ভুল বোঝা খুনসুটি।
.
সব ফেলে দেখো কাটে একাকী দিন আমার
রাত কাটে অভিমানে ভেজা নিয়ে
সাথে হাত তোমার আমার বুকে
সুখে ভেজে নীল রংধনু রঙের খোঁজে।
.
আধারে ঢাকা রাতের আকাশ করেছো
আমার তুমি তোমার জন্য নিয়েছো আমায় তুমি।
.
ভাঙ্গা সপ্নগুলো আজও মধুর লাগে
লাগে ভালো উকি দিতে চোখে
চোখ পরার আগে গুছিয়ে নিয়
সাজিয়ে নিয় তোমায় আমাকে দেবো বলে
যা দেখি সবই যেনো তুমি
তুমি লাগে তোমার মত তুমি দেখি না কারো মাঝে।