১২ ঘণ্টায় চট্টগ্রামে মহাসড়কে ঝরল ৪ প্রাণ

  • Update Time : ০১:৩৮:১১ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১
  • / 154
নিজস্ব প্রতিবেদক: 

রোববার (৩ জানুয়ারি) দুপুর ১২ টা থেকে রাত ১২ টার মধ্যে এ চারটি দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- কক্সবাজার জেলার রামু উপজেলার গর্জনিয়া টাইম বাজার এলাকার বাসিন্দা আরাফাত (২২) ও সুরত আলম (২৩)। সীতাকুণ্ড বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রী সুলতানা রিয়া (১৮) ও পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের আবুল কাসেমের শিশু কন্যা ইফাজ (৯)।

বার আউলিয়া হাইওয়ে থানার এসআই রুহুল আমিন জানান, কক্সবাজার থেকে মোটরসাইকেল চালিয়ে কুমিল্লায় বেড়াতে গিয়েছিলেন দুই বন্ধু আরাফাত ও সুরত আলম। রাত ১১ টার দিকে ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারীতে একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এর আগে সন্ধ্যা ৭ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া মনসা এলাকায় পিকআপের চাপায় ইফাজ (৯) নামের এক শিশু নিহত হয়। পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি সিরাজুল ইসলাম জানান, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি পিকআপের ধাক্কায় ঘটনাস্থলেই শিশু ইফাজের মৃত্যু হয়।

রোববার দুপুর ১ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে একইভাবে রাস্তা পার হতে গিয়ে নিহত হন সীতাকুণ্ড বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রী সুলতানা রিয়া (১৮)।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.সাইদুল ইসলাম জানান, দুপুরের দিকে কলেজের সেশন ফি জমা দিয়ে সীতাকুণ্ড বাসস্ট্যান্ড থেকে বাড়িতে যাওয়ার জন্য তিনি মিনিবাসে ওঠেন। বড় দারোগার বাজারে মিনিবাস থেকে নামে রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই কলেজছাত্রীর মৃত্যু হয়।

বিকেলে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের বায়েজিদ থানার কুলগাঁও এলাকায় ট্রাকের ধাক্কায় সানজিদা আক্তার (২০) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রী গুরুতর আহত হন। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন জানান, ওই ছাত্রীকে হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তিনি মাথায় গুরুতর আঘাত পেয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media


১২ ঘণ্টায় চট্টগ্রামে মহাসড়কে ঝরল ৪ প্রাণ

Update Time : ০১:৩৮:১১ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১
নিজস্ব প্রতিবেদক: 

রোববার (৩ জানুয়ারি) দুপুর ১২ টা থেকে রাত ১২ টার মধ্যে এ চারটি দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- কক্সবাজার জেলার রামু উপজেলার গর্জনিয়া টাইম বাজার এলাকার বাসিন্দা আরাফাত (২২) ও সুরত আলম (২৩)। সীতাকুণ্ড বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রী সুলতানা রিয়া (১৮) ও পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের আবুল কাসেমের শিশু কন্যা ইফাজ (৯)।

বার আউলিয়া হাইওয়ে থানার এসআই রুহুল আমিন জানান, কক্সবাজার থেকে মোটরসাইকেল চালিয়ে কুমিল্লায় বেড়াতে গিয়েছিলেন দুই বন্ধু আরাফাত ও সুরত আলম। রাত ১১ টার দিকে ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারীতে একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এর আগে সন্ধ্যা ৭ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া মনসা এলাকায় পিকআপের চাপায় ইফাজ (৯) নামের এক শিশু নিহত হয়। পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি সিরাজুল ইসলাম জানান, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি পিকআপের ধাক্কায় ঘটনাস্থলেই শিশু ইফাজের মৃত্যু হয়।

রোববার দুপুর ১ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে একইভাবে রাস্তা পার হতে গিয়ে নিহত হন সীতাকুণ্ড বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রী সুলতানা রিয়া (১৮)।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.সাইদুল ইসলাম জানান, দুপুরের দিকে কলেজের সেশন ফি জমা দিয়ে সীতাকুণ্ড বাসস্ট্যান্ড থেকে বাড়িতে যাওয়ার জন্য তিনি মিনিবাসে ওঠেন। বড় দারোগার বাজারে মিনিবাস থেকে নামে রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই কলেজছাত্রীর মৃত্যু হয়।

বিকেলে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের বায়েজিদ থানার কুলগাঁও এলাকায় ট্রাকের ধাক্কায় সানজিদা আক্তার (২০) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রী গুরুতর আহত হন। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন জানান, ওই ছাত্রীকে হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তিনি মাথায় গুরুতর আঘাত পেয়েছেন।