কবি শামসুর রাহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ

  • Update Time : ০৫:৫৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০
  • / 168

 

নিজস্ব প্রতিবেদক:

আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান কবি শামসুর রাহমানের আজ ১৪তম মৃত্যুবার্ষিকী। ২০০৬ সালের ১৭ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ৭৭ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।
.
বনানী কবরস্থানে মায়ের কবরে তাকে সমাহিত করা হয়। প্রতিবাদী ও নাগরিক কবি হিসেবে দেশজোড়া খ্যাতি মান এই প্রথিতযশা কবির পেশা ছিল সাংবাদিকতা। তিনি একই সঙ্গে দৈনিক বাংলা ও সাপ্তাহিক বিচিত্রার প্রধান সম্পাদক ছিলেন।
.
১৯৮৭ সালে সামরিক সরকারের শাসনামলে তাকে সম্পাদক পদ থেকে ইস্তফায় বাধ্য করা হয়। ১৯৬০ সালে প্রকাশিত হয় কবি শামসুর রাহমানের প্রথম কাব্যগ্রন্থ ‘প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে’। তার প্রকাশিত কাব্যগ্রন্থ ৬৬টি, উপন্যাস ৪টি, প্রবন্ধগ্রন্থ ২টি, অনুবাদ কবিতা ৩টি, অনুবাদ নাটক ৩টি।
.
সাহিত্যে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন স্বাধীনতা পদক ও একুশে পদক। এ ছাড়া তিনি আরও পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার, জীবনানন্দ পুরস্কার, নাসির উদ্দিন স্বর্ণপদক, আবুল মনসুর আহমেদ স্মৃতি পুরস্কার ও আদমজী সাহিত্য পুরস্কার।
.
সাংবাদিকতার জন্য পেয়েছেন মিতসুবিসি পুরস্কার। ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কবিকে সম্মানসূচক ডি.লিট উপাধিতে ভূষিত করে।
.
বৈশ্বিক দুর্যোগ করোনা সংক্রমণের কারণে এবার কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে থাকছে না কোনো আয়োজন। তবে বরাবরের মতো পরিবারের পক্ষ থেকে থাকছে ঘরোয়া আয়োজন।

Tag :

Please Share This Post in Your Social Media


কবি শামসুর রাহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ

Update Time : ০৫:৫৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০

 

নিজস্ব প্রতিবেদক:

আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান কবি শামসুর রাহমানের আজ ১৪তম মৃত্যুবার্ষিকী। ২০০৬ সালের ১৭ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ৭৭ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।
.
বনানী কবরস্থানে মায়ের কবরে তাকে সমাহিত করা হয়। প্রতিবাদী ও নাগরিক কবি হিসেবে দেশজোড়া খ্যাতি মান এই প্রথিতযশা কবির পেশা ছিল সাংবাদিকতা। তিনি একই সঙ্গে দৈনিক বাংলা ও সাপ্তাহিক বিচিত্রার প্রধান সম্পাদক ছিলেন।
.
১৯৮৭ সালে সামরিক সরকারের শাসনামলে তাকে সম্পাদক পদ থেকে ইস্তফায় বাধ্য করা হয়। ১৯৬০ সালে প্রকাশিত হয় কবি শামসুর রাহমানের প্রথম কাব্যগ্রন্থ ‘প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে’। তার প্রকাশিত কাব্যগ্রন্থ ৬৬টি, উপন্যাস ৪টি, প্রবন্ধগ্রন্থ ২টি, অনুবাদ কবিতা ৩টি, অনুবাদ নাটক ৩টি।
.
সাহিত্যে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন স্বাধীনতা পদক ও একুশে পদক। এ ছাড়া তিনি আরও পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার, জীবনানন্দ পুরস্কার, নাসির উদ্দিন স্বর্ণপদক, আবুল মনসুর আহমেদ স্মৃতি পুরস্কার ও আদমজী সাহিত্য পুরস্কার।
.
সাংবাদিকতার জন্য পেয়েছেন মিতসুবিসি পুরস্কার। ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কবিকে সম্মানসূচক ডি.লিট উপাধিতে ভূষিত করে।
.
বৈশ্বিক দুর্যোগ করোনা সংক্রমণের কারণে এবার কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে থাকছে না কোনো আয়োজন। তবে বরাবরের মতো পরিবারের পক্ষ থেকে থাকছে ঘরোয়া আয়োজন।