ডোমারে কিস্তির টাকা তুলতে গিয়ে আশা এনজিওর ২ কর্মী জখম

  • Update Time : ০৪:১০:৫০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২০
  • / 180
মোসাদ্দেকুর রহমান সাজু,ডোমার নিলফামারী প্রতিনিধি:
.
নিলফামারীর ডোমারে আশা এনজিওর লোনের সাপ্তাহিক কিস্তির টাকা আদায় করতে গিয়ে মোস্তাকিমের হাতে জখম হয়েছেন সেরাজুল ইসলাম ও আলিফ হোসেন নামীয় আশা এনজিওর দুই জন মাঠ কর্মী ।
.
রবিবার (১৬ই আগষ্ট) দুপুরে সরেজমিনে গিয়ে জানাযায়, উপজেলার সোনারায় ইউনিয়নের জামিরবাড়ী চাকধা পাড়া এলাকার ঘটনাটি ঘটেছে।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, প্রতি সপ্তাহের ন্যায় আজকে ও আশা এনজিও তে কর্মরত মাঠকর্মি সেরাজুল ইসলাম (৪৮) ও আলিফ হোসেন (৩৩) লোনের কিস্তির টাকা আদায়ের জন্য সোনারায় ইউনিয়নের চাকধাপাড়া এলাকায় যান। কিস্তির টাকা আদায় শেষে পতিমধ্যে হটাৎ বৃষ্টি আসলে তারা তাদের এক সদস্যর বাড়িতে ঢোকেন।
.
বৃষ্টি আসার সুযোগকে কাজে লাগিয়ে এরই মধ্যে জামিরবাড়ী চাকধা পাড়া এলাকার মৃত জালাল উদ্দিনের নেশাগ্রস্ত ছেলে মোস্তাকিন (৩২) হাতে তরবারি নিয়ে সেখানে উপস্থিত হয়ে আশা এনজিওর কর্মিদের বলে আপনারা আমাকে টাকা দেন, তখন সিরাজুল এবং আলিফ বলেন আমরা আপনাকে কিসের টাকা দেব,আমাদের সব টাকা ম্যানেজার নিয়ে গেছে। এরই মধ্যে তাদের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে মোস্তাকিন তরবারি দিয়ে সিরাজুলের বাম হাতে চোট দেয়।
.
সিরাজুলকে আঘাত করতে দেখে আলিফ এগিয়ে এলে সে আলিফের কাঁধে ও মাথায় চোট দিয়ে পালিয়ে যায়। তাদের আত্নচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তৎক্ষনাৎ তাদেরকে অটোরিকশা ভাড়া করে প্রাথমিক চিকিৎসার জন্য উপজেলার বোড়াগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাঃ তাদের অবস্থা বেগতিক দেখে তাদেরকে রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে রেফার্ট করে। বর্তমানে তারা রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
.
এ বিষয়ে সোনারায় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, দিন দুপুরে মোস্তাকিন তরবারি নিয়ে মানুষ খুন করতে যাবে এটা ভিষণ দুঃখ জনক ব্যাপার, তবে এর সাথে যারা জড়িত আছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করছি।
.
ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, মামলার রুজু প্রক্রিয়াধীন রয়েছে। এবং আসামি মোস্তাকিনকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
Tag :

Please Share This Post in Your Social Media


ডোমারে কিস্তির টাকা তুলতে গিয়ে আশা এনজিওর ২ কর্মী জখম

Update Time : ০৪:১০:৫০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২০
মোসাদ্দেকুর রহমান সাজু,ডোমার নিলফামারী প্রতিনিধি:
.
নিলফামারীর ডোমারে আশা এনজিওর লোনের সাপ্তাহিক কিস্তির টাকা আদায় করতে গিয়ে মোস্তাকিমের হাতে জখম হয়েছেন সেরাজুল ইসলাম ও আলিফ হোসেন নামীয় আশা এনজিওর দুই জন মাঠ কর্মী ।
.
রবিবার (১৬ই আগষ্ট) দুপুরে সরেজমিনে গিয়ে জানাযায়, উপজেলার সোনারায় ইউনিয়নের জামিরবাড়ী চাকধা পাড়া এলাকার ঘটনাটি ঘটেছে।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, প্রতি সপ্তাহের ন্যায় আজকে ও আশা এনজিও তে কর্মরত মাঠকর্মি সেরাজুল ইসলাম (৪৮) ও আলিফ হোসেন (৩৩) লোনের কিস্তির টাকা আদায়ের জন্য সোনারায় ইউনিয়নের চাকধাপাড়া এলাকায় যান। কিস্তির টাকা আদায় শেষে পতিমধ্যে হটাৎ বৃষ্টি আসলে তারা তাদের এক সদস্যর বাড়িতে ঢোকেন।
.
বৃষ্টি আসার সুযোগকে কাজে লাগিয়ে এরই মধ্যে জামিরবাড়ী চাকধা পাড়া এলাকার মৃত জালাল উদ্দিনের নেশাগ্রস্ত ছেলে মোস্তাকিন (৩২) হাতে তরবারি নিয়ে সেখানে উপস্থিত হয়ে আশা এনজিওর কর্মিদের বলে আপনারা আমাকে টাকা দেন, তখন সিরাজুল এবং আলিফ বলেন আমরা আপনাকে কিসের টাকা দেব,আমাদের সব টাকা ম্যানেজার নিয়ে গেছে। এরই মধ্যে তাদের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে মোস্তাকিন তরবারি দিয়ে সিরাজুলের বাম হাতে চোট দেয়।
.
সিরাজুলকে আঘাত করতে দেখে আলিফ এগিয়ে এলে সে আলিফের কাঁধে ও মাথায় চোট দিয়ে পালিয়ে যায়। তাদের আত্নচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তৎক্ষনাৎ তাদেরকে অটোরিকশা ভাড়া করে প্রাথমিক চিকিৎসার জন্য উপজেলার বোড়াগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাঃ তাদের অবস্থা বেগতিক দেখে তাদেরকে রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে রেফার্ট করে। বর্তমানে তারা রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
.
এ বিষয়ে সোনারায় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, দিন দুপুরে মোস্তাকিন তরবারি নিয়ে মানুষ খুন করতে যাবে এটা ভিষণ দুঃখ জনক ব্যাপার, তবে এর সাথে যারা জড়িত আছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করছি।
.
ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, মামলার রুজু প্রক্রিয়াধীন রয়েছে। এবং আসামি মোস্তাকিনকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।