বিয়েতে ফাঁকাগুলি বর্ষণ করে আনন্দ প্রকাশ, ফেসবুকে সমালোচনার ঝড়

  • Update Time : ০৭:৫৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০
  • / 153

 

গোপালগঞ্জে ভাইয়ের মেয়ের বিয়েতে সাটারগানের ফাঁকা গুলিবর্ষণ করে উল্লাস করলেন চাচা মো. কাবুল সেখ।
কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া গ্রামে কাবুলের ভাই নান্নু শেখের মেয়ে শিলা খানমের বিয়েতে এ অভিনব ঘটনাটি ঘটেছে।
.
মো. কাবুল সেখ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার আইডিতে সাটারগানের ফাঁকা গুলি নিক্ষেপের ভিডিওটি শুক্রবার আপলোড করেন। সেখানে তিনি লিখেছেন ভাতিজির বিয়েতে বন্দুক ফুঁটিয়ে আনন্দ উৎসব। ৬ সেকেন্ডর এ ভিডিওতে দেখা যাচ্ছে, মো. কাবুল সাটারগান দিয়ে এক রাউন্ড গুলি বর্ষণ করে আনন্দ উল্লাস করছেন। এনিয়ে ফেসবুকে সমালোচনার ঝড় উঠেছে।
.
গত ৩ আগস্ট কাবুলের ভাই নান্নু শেখের মেয়ে শিলা খানমের সাথে পার্শ্ববর্তী চৌরখুলী গ্রামের এস্কেন্দর ভূইয়ার ছেলে সবুজ ভূইয়ার বিয়ে হয়। বিয়ের দিন বর আসার পর কাবুল সাটারগান দিয়ে এক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে আনন্দ উল্লাস প্রকাশ করেন।
.
এ ব্যাপারে জানতে চাওয়া হলে মো. কাবুল সেখ বলেন, বন্ধুকটি বীর বিক্রম হেমায়েত উদ্দিনের। হেমায়েত উদ্দিনের মৃত্যুর পর তার ছেলে নান্নু সেখ তার নামে লাইসেন্স করে বন্ধুকটি রেখেছেন। এটি একটি বৈধ বন্দুক। নান্নুর মেয়ের বিয়েতে আনন্দ উৎসব করার জন্য আমরা এক রাউন্ড গুলি ফুঁটিয়েছি মাত্র। কাজ‌টি বৈধ হ‌য়ে‌ছে কিনা এমন প্র‌শ্নের জবা‌বে এটি তার না জানা ভুল ব‌লে স্বীকার ক‌রেন এবং বলেন তিনি একজন গরীব মানুষ তিনি যেন বিপদে না পড়েন তার জন্য বার বার অনুরোধ করতে থাকেন এবং বলেন, ভিডিওটি তিনি ফেসবুক থেকে ডিলিট করে দিয়েছেন। তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখারও অনুরোধ জানান তিনি।
.
এ ব্যাপারে কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
Tag :

Please Share This Post in Your Social Media


বিয়েতে ফাঁকাগুলি বর্ষণ করে আনন্দ প্রকাশ, ফেসবুকে সমালোচনার ঝড়

Update Time : ০৭:৫৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০

 

গোপালগঞ্জে ভাইয়ের মেয়ের বিয়েতে সাটারগানের ফাঁকা গুলিবর্ষণ করে উল্লাস করলেন চাচা মো. কাবুল সেখ।
কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া গ্রামে কাবুলের ভাই নান্নু শেখের মেয়ে শিলা খানমের বিয়েতে এ অভিনব ঘটনাটি ঘটেছে।
.
মো. কাবুল সেখ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার আইডিতে সাটারগানের ফাঁকা গুলি নিক্ষেপের ভিডিওটি শুক্রবার আপলোড করেন। সেখানে তিনি লিখেছেন ভাতিজির বিয়েতে বন্দুক ফুঁটিয়ে আনন্দ উৎসব। ৬ সেকেন্ডর এ ভিডিওতে দেখা যাচ্ছে, মো. কাবুল সাটারগান দিয়ে এক রাউন্ড গুলি বর্ষণ করে আনন্দ উল্লাস করছেন। এনিয়ে ফেসবুকে সমালোচনার ঝড় উঠেছে।
.
গত ৩ আগস্ট কাবুলের ভাই নান্নু শেখের মেয়ে শিলা খানমের সাথে পার্শ্ববর্তী চৌরখুলী গ্রামের এস্কেন্দর ভূইয়ার ছেলে সবুজ ভূইয়ার বিয়ে হয়। বিয়ের দিন বর আসার পর কাবুল সাটারগান দিয়ে এক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে আনন্দ উল্লাস প্রকাশ করেন।
.
এ ব্যাপারে জানতে চাওয়া হলে মো. কাবুল সেখ বলেন, বন্ধুকটি বীর বিক্রম হেমায়েত উদ্দিনের। হেমায়েত উদ্দিনের মৃত্যুর পর তার ছেলে নান্নু সেখ তার নামে লাইসেন্স করে বন্ধুকটি রেখেছেন। এটি একটি বৈধ বন্দুক। নান্নুর মেয়ের বিয়েতে আনন্দ উৎসব করার জন্য আমরা এক রাউন্ড গুলি ফুঁটিয়েছি মাত্র। কাজ‌টি বৈধ হ‌য়ে‌ছে কিনা এমন প্র‌শ্নের জবা‌বে এটি তার না জানা ভুল ব‌লে স্বীকার ক‌রেন এবং বলেন তিনি একজন গরীব মানুষ তিনি যেন বিপদে না পড়েন তার জন্য বার বার অনুরোধ করতে থাকেন এবং বলেন, ভিডিওটি তিনি ফেসবুক থেকে ডিলিট করে দিয়েছেন। তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখারও অনুরোধ জানান তিনি।
.
এ ব্যাপারে কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখছি।