ভিডিও বার্তায় দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- Update Time : ০৯:৩১:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০
- / 188
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
শুক্রবার (৩১ জুলাই) এক ভিডিও বার্তা দেশ ও দেশের বাইরে অবস্থানরত সব বাংলাদেশিকে ঈদের শুভেচ্ছা জানান তিনি।
৪৪ সেকেন্ড দীর্ঘ ভিডিও বার্তায় শেখ হাসিনা বলেন, প্রিয় দেশবাসী আসসালামুআলাইকুম। বছর ঘুরে আমাদের মাঝে আবার এসেছে পবিত্র ঈদুল আজহা। করোনা ভাইরাসের মহামারির এ দুঃসময়ে সব আঁধার কাটিয়ে ঈদুল আজহা আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ।
‘কোরবানির ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি। দেশ ও দেশের বাইরে অবস্থানরত সব বাংলাদেশি ভাই-বোনকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। করোনা ভাইরাস রোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন। সুস্থ তাকুন নিরাপদে থাকুন। ঈদ মোবারক।
এর আগে মোবাইল ফোন অডিও বার্তায় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১ আগস্ট (শনিবার) সারাদেশের ঈদুল আজহা উদযাপিত হবে।