গোপালগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩

  • Update Time : ০৫:৫২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০
  • / 151

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ড্রাইভারসহ আরো দুইজন।

বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে কাশিয়ানীর রেলওয়ে ফ্লাইওভারের ওপর এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন খুলনার দিঘলিয়া থানার মোল্লাডাঙ্গা গ্রামের সিঙ্গাপুর প্রবাসী এমদাদুল হক, তার বাবা জিয়ারুল হক এবং ভগ্নিপতি নড়াইলের কালিয়ার সাজ্জাদ মোল্লা।

আহতরা হলেন খুলনার তেরখাদা থানার কাটেঙ্গা গ্রামের আলামিন ও ড্রাইভার বাগেরহাটের চিতলমারী উপজেলার পিপড়াডাঙ্গা গ্রামের শামীম। আহত ড্রাইভারকে গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাইওয়ে থানার ওসি মো. আতাউর রহমান জানান, সিঙ্গাপুর প্রবাসী এমদাদুল একটি প্রাইভেটকার ভাড়া করে রাতে ঢাকা বিমানবন্দর থেকে খুলনায় তাদের বাড়ি যাচ্ছিলেন। ভোর পৌনে চারটার দিকে তাদের বহনকারী প্রাইভেটকারটি কাশিয়ানীর রেলওয়ে ফ্লাইওভারের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং-এর সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই একই পরিবারের তিনজন নিহত হন এবং অপর দুইজন আহত হয়। নিহতদের মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media


গোপালগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩

Update Time : ০৫:৫২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ড্রাইভারসহ আরো দুইজন।

বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে কাশিয়ানীর রেলওয়ে ফ্লাইওভারের ওপর এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন খুলনার দিঘলিয়া থানার মোল্লাডাঙ্গা গ্রামের সিঙ্গাপুর প্রবাসী এমদাদুল হক, তার বাবা জিয়ারুল হক এবং ভগ্নিপতি নড়াইলের কালিয়ার সাজ্জাদ মোল্লা।

আহতরা হলেন খুলনার তেরখাদা থানার কাটেঙ্গা গ্রামের আলামিন ও ড্রাইভার বাগেরহাটের চিতলমারী উপজেলার পিপড়াডাঙ্গা গ্রামের শামীম। আহত ড্রাইভারকে গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাইওয়ে থানার ওসি মো. আতাউর রহমান জানান, সিঙ্গাপুর প্রবাসী এমদাদুল একটি প্রাইভেটকার ভাড়া করে রাতে ঢাকা বিমানবন্দর থেকে খুলনায় তাদের বাড়ি যাচ্ছিলেন। ভোর পৌনে চারটার দিকে তাদের বহনকারী প্রাইভেটকারটি কাশিয়ানীর রেলওয়ে ফ্লাইওভারের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং-এর সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই একই পরিবারের তিনজন নিহত হন এবং অপর দুইজন আহত হয়। নিহতদের মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।