বিএনপিকে বন্যা কবলিত এলাকায় যাওয়ার আহ্বান আ’লীগের

  • Update Time : ০৮:৩৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০
  • / 147
বিএনপিকে বন্যা কবলিত এলাকায় গিয়ে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা ৷
তারা বলছেন আওয়ামী লীগ নেতাকর্মী করোনা ভাইরাসের ভয়কে জয় করে মানুষের পাশে দাঁড়িয়েছে৷ এ সময় বিএনপি কি করেছে তা নিয়েও তারা প্রশ্ন করেন৷

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, বিএনপিকে বিনয়ের সঙ্গে জিজ্ঞাসা করতে চাই, বিএনপি কি করছেন? কোন কাজটা করছে তারা বলুক! বন্যা দুর্গত এলাকায় যান। মানুষের পাশে দাঁড়ান৷ আওয়ামী লীগের কর্মীরা কি ঘুমাইয়া আছে? আওয়ামী লীগের কর্মীরা কি এলাকা ছেড়ে দিয়েছে? দেখেন, তারা তাদের সব শক্তি নিয়ে জনগণের পাশে আছেন।

তিনি বলেন, করোনা ভাইরাস দুর্যোগ ও বন্যা কবলিত এলাকায় সাধারণ মানুষের সহায়তার কোনো কমতি নেই। সরকার, স্থানীয় জনপ্রিতিনিধি এবং দলের নেতাকর্মীরা অসহায় মানুষের পাশে নিরবচ্ছিন্নভাবে ত্রাণ সহায়তা দিচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী ও স্থানীয় প্রতিনিধিরা ত্রাণ কার্যে অংশ নিচ্ছে জানিয়ে তিনি বলেন, সারাদেশে প্রধানমন্ত্রীর নির্দেশে নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের প্রতি সেবার করার অঙ্গীকার নিয়ে মাঠে কাজ করছেন। এখানে বিএনপি বা অন্য দলের জনপ্রতিনিধি হিসেবে কাউকে আলাদা করে দেখা হচ্ছে না। সবাইকে সমানভাবে ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছে সরকার। এটাই আওয়ামী লীগের দর্শন, এটাই আজকে প্রতিষ্ঠিত।

এ সময় দলের অপর সভাপতিমণ্ডলির সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীরা করোনার ভয়কে জয় করে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে৷

তিনি বলেন, আমরা এখন একটি নতুন পরিস্থিতিতে মুখোমুখি হয়েছি। একদিকে করোনাকালীন সময়, আরেকদিকে বন্যা কবলিত এলাকা। বন্যায় প্লাবিত হয়েছে, দেশের একটি বিশাল অঞ্চল, আমরা বসে নেই। আমরা একমাত্র রাজনৈতিক দল যারা এ করোনার ভয়কে জয় করে বন্যা কবলিত মানুষের পাশে থেকে দাঁড়ানো শুরু করে ধানকাটার মহোৎসবও কাজ করেছি। আমরা বন্যা কবলিত এলাকায় প্রতিদিন যোগাযোগ করছি। আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গেই শুধু যোগাযোগ করছি না, আমাদের দলের সঙ্গে যোগাযোগ রাখছি। বন্যা কবলিত এলাকার মানুষরা ঈদ উদযাপন করতে পারছেন না, আমরা তাদের প্রতি সমবেদনা জানাই। আমরা দোয়া করি, যাতে উজানের পানি অচিরেই নেমে যায় এবং তাদের কষ্ট লাঘব হয়।

বুধবার (২৯ জুলাই) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক অনির্ধারিত সভায় তারা এসব কথা বলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, শফিউল আলম চৌধুরী নাদেল, ত্রাণ ও সমাজক্যালণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপ দফতর সম্পাদক সায়েম খান ও কার্যনির্বাহী  সদস্য শাহাবুদ্দিন ফরাজী।

Tag :

Please Share This Post in Your Social Media


বিএনপিকে বন্যা কবলিত এলাকায় যাওয়ার আহ্বান আ’লীগের

Update Time : ০৮:৩৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০
বিএনপিকে বন্যা কবলিত এলাকায় গিয়ে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা ৷
তারা বলছেন আওয়ামী লীগ নেতাকর্মী করোনা ভাইরাসের ভয়কে জয় করে মানুষের পাশে দাঁড়িয়েছে৷ এ সময় বিএনপি কি করেছে তা নিয়েও তারা প্রশ্ন করেন৷

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, বিএনপিকে বিনয়ের সঙ্গে জিজ্ঞাসা করতে চাই, বিএনপি কি করছেন? কোন কাজটা করছে তারা বলুক! বন্যা দুর্গত এলাকায় যান। মানুষের পাশে দাঁড়ান৷ আওয়ামী লীগের কর্মীরা কি ঘুমাইয়া আছে? আওয়ামী লীগের কর্মীরা কি এলাকা ছেড়ে দিয়েছে? দেখেন, তারা তাদের সব শক্তি নিয়ে জনগণের পাশে আছেন।

তিনি বলেন, করোনা ভাইরাস দুর্যোগ ও বন্যা কবলিত এলাকায় সাধারণ মানুষের সহায়তার কোনো কমতি নেই। সরকার, স্থানীয় জনপ্রিতিনিধি এবং দলের নেতাকর্মীরা অসহায় মানুষের পাশে নিরবচ্ছিন্নভাবে ত্রাণ সহায়তা দিচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী ও স্থানীয় প্রতিনিধিরা ত্রাণ কার্যে অংশ নিচ্ছে জানিয়ে তিনি বলেন, সারাদেশে প্রধানমন্ত্রীর নির্দেশে নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের প্রতি সেবার করার অঙ্গীকার নিয়ে মাঠে কাজ করছেন। এখানে বিএনপি বা অন্য দলের জনপ্রতিনিধি হিসেবে কাউকে আলাদা করে দেখা হচ্ছে না। সবাইকে সমানভাবে ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছে সরকার। এটাই আওয়ামী লীগের দর্শন, এটাই আজকে প্রতিষ্ঠিত।

এ সময় দলের অপর সভাপতিমণ্ডলির সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীরা করোনার ভয়কে জয় করে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে৷

তিনি বলেন, আমরা এখন একটি নতুন পরিস্থিতিতে মুখোমুখি হয়েছি। একদিকে করোনাকালীন সময়, আরেকদিকে বন্যা কবলিত এলাকা। বন্যায় প্লাবিত হয়েছে, দেশের একটি বিশাল অঞ্চল, আমরা বসে নেই। আমরা একমাত্র রাজনৈতিক দল যারা এ করোনার ভয়কে জয় করে বন্যা কবলিত মানুষের পাশে থেকে দাঁড়ানো শুরু করে ধানকাটার মহোৎসবও কাজ করেছি। আমরা বন্যা কবলিত এলাকায় প্রতিদিন যোগাযোগ করছি। আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গেই শুধু যোগাযোগ করছি না, আমাদের দলের সঙ্গে যোগাযোগ রাখছি। বন্যা কবলিত এলাকার মানুষরা ঈদ উদযাপন করতে পারছেন না, আমরা তাদের প্রতি সমবেদনা জানাই। আমরা দোয়া করি, যাতে উজানের পানি অচিরেই নেমে যায় এবং তাদের কষ্ট লাঘব হয়।

বুধবার (২৯ জুলাই) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক অনির্ধারিত সভায় তারা এসব কথা বলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, শফিউল আলম চৌধুরী নাদেল, ত্রাণ ও সমাজক্যালণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপ দফতর সম্পাদক সায়েম খান ও কার্যনির্বাহী  সদস্য শাহাবুদ্দিন ফরাজী।