শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বে দেশ অনেক এগিয়েছে: তথ্যমন্ত্রী

  • Update Time : ০৫:০৮:৪২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০
  • / 143

 

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রীর বলিষ্ট নেতৃত্বের কারণে করোনা মহামারিতেও গত পাঁচ মাসে খাদ্যের জন্য হাহাকার হয়নি দেশে। এসময়ে একজনও না খেয়ে মারা যায়নি।

বুধবার যশোর সার্কিট হাউজে আয়োজিত করোনাকালীন পরিস্থিতিতে খুলনা বিভাগের সাংবাদিকদের মধ্যে বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাস্ট্রের আয়োজনে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। ইউ.এন.বি নিউজ

তিনি বলেন, ‘শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বের কারণেই দেশ আজ অনেক দূর এগিয়ে গেছে। দেশ এখন উন্নয়নশীল নয়, মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। অথচ আমরা পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ।’

তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের নেত্রী করোনা থেকে জনগণকে রক্ষার জন্য পর্যায়ক্রমে সবকিছু করেছেন। আমাদের সরকারের বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনের অনেক প্রস্তুতি ছিল, কিন্তু করোনা মহামারির কারণে আমরা তা করিনি। স্বাধীনতা দিবসসহ অনেক কিছুই আমরা পালন করিনি। কিন্তু আমরা বসে নেই। আমরা কাজ করে চলেছি।’

করোনায় মানুষের পাশে দাঁড়াতে গিয়ে মো. নাসিমসহ আওয়ামী লীগের অনেক নেতা মারা গেছেন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘কিন্তু বিএনপি উঁকি মেরে টিভিতে শুধু মুখ দেখাচ্ছে। অথচ তারা মানুষের পাশে নেই। উঁকি মারা ছাড়া তাদের কোথাও খোঁজ পাওয়া যায়না।’

যশোর-৬ আসনের সাংসদ শাহীন চাকলাদার, বিএফইউজে’র সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, যশোরের পুলিশ সুপার আশরাফ হোসেন ও যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ খুলনা বিভাগের ৯ জেলার সাংবাদিক নেতারা উপস্থিতি ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media


শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বে দেশ অনেক এগিয়েছে: তথ্যমন্ত্রী

Update Time : ০৫:০৮:৪২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০

 

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রীর বলিষ্ট নেতৃত্বের কারণে করোনা মহামারিতেও গত পাঁচ মাসে খাদ্যের জন্য হাহাকার হয়নি দেশে। এসময়ে একজনও না খেয়ে মারা যায়নি।

বুধবার যশোর সার্কিট হাউজে আয়োজিত করোনাকালীন পরিস্থিতিতে খুলনা বিভাগের সাংবাদিকদের মধ্যে বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাস্ট্রের আয়োজনে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। ইউ.এন.বি নিউজ

তিনি বলেন, ‘শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বের কারণেই দেশ আজ অনেক দূর এগিয়ে গেছে। দেশ এখন উন্নয়নশীল নয়, মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। অথচ আমরা পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ।’

তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের নেত্রী করোনা থেকে জনগণকে রক্ষার জন্য পর্যায়ক্রমে সবকিছু করেছেন। আমাদের সরকারের বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনের অনেক প্রস্তুতি ছিল, কিন্তু করোনা মহামারির কারণে আমরা তা করিনি। স্বাধীনতা দিবসসহ অনেক কিছুই আমরা পালন করিনি। কিন্তু আমরা বসে নেই। আমরা কাজ করে চলেছি।’

করোনায় মানুষের পাশে দাঁড়াতে গিয়ে মো. নাসিমসহ আওয়ামী লীগের অনেক নেতা মারা গেছেন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘কিন্তু বিএনপি উঁকি মেরে টিভিতে শুধু মুখ দেখাচ্ছে। অথচ তারা মানুষের পাশে নেই। উঁকি মারা ছাড়া তাদের কোথাও খোঁজ পাওয়া যায়না।’

যশোর-৬ আসনের সাংসদ শাহীন চাকলাদার, বিএফইউজে’র সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, যশোরের পুলিশ সুপার আশরাফ হোসেন ও যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ খুলনা বিভাগের ৯ জেলার সাংবাদিক নেতারা উপস্থিতি ছিলেন।