ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় আক্রান্ত বেড়ে ১৯০০
- Update Time : ০৫:২৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০
- / 166
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ায় আরো ৪০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে এক হাজার ৯০৫ জন হলো।
মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ।
তিনি জানান, সরকারি ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারাল সেন্টার ল্যাবে ৩৪৭টি নমুনা পরীক্ষায় ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১১ জন, নবীনগরে ১৪ জন, আখাউড়ায় ছয়জন, কসবায় তিনজন, আশুগঞ্জে চারজন, বিজয়নগর ও বাঞ্ছারামপুরে একজন করে রয়েছেন।
সিভিল সার্জন আরো জানান, জেলায় নতুন ৩৩ জনসহ মোট সুস্থ হয়েছেন ১১৩৫ জন। এ পর্যন্ত মারা গেছেন ৩১ জন। এছাড়া এখনো আইসোলেশনে রয়েছেন ৭৩৯ জন। এরমধ্যে জেলায় ৭২৬ জন ও অন্য জেলায় ১৩ জন।
Tag :