শিল্পীদের কোরবানির মাংস দেবে না চলচ্চিত্র শিল্পী সমিতি

  • Update Time : ০৬:৩৯:০৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০
  • / 212
বিশেষ উৎসবে চলচ্চিত্র শিল্পী সমিতি গেল কয়েক বছর থেকে এফডিসিতে কোরবানি দিয়ে শিল্পীদের বাসায় মাংস পৌঁছে দেয়। তবে এবার করোনার প্রাদুর্ভাবের কারণে এফডিসিতে কোরবানি হচ্ছে না। তাই এবার শিল্পীদের বাসায় ঈদ উপহার পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। পাশাপাশি অসচ্ছল শিল্পীদের নগদ অর্থ দেওয়া হবে। এমনই তথ্য দিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। 
.
জায়েদ খান বলেন, ‘মহামারি করোনা পরিস্থিতির কারণে এবার গরু কোরবানি দেওয়া হচ্ছে না। মূলত করোনার ঝুঁকি এড়াতে এফডিসিতে কোরবানি না দিয়ে শিল্পীদের বাসায় উপহার সামগ্রী পাঠানো হবে। এছাড়া অসচ্ছল শিল্পীদের জন্য নগদ অর্থ প্রেরণ করা হবে। আগামী ২৮ জুলাই থেকে শিল্পীদের বাসায় ঈদ উপহার পৌঁছে দেওয়া হবে।
.
এদিকে মহামারি করোনার কারণে এবারের ঈদেও সিনেমা হলগুলো না খোলায় নতুন কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না। পাশাপাশি নতুন কোনো সিনেমারও শুটিং শুরু হয়নি। তবে চলচ্চিত্রের সংশ্লিষ্টরা বলছেন, করোনার প্রাদুর্ভাব কেটে গেলে আবারো লাইট, ক্যামেরা, অ্যাকশনে ভরে উঠবে চলচ্চিত্র অঙ্গন।
Tag :

Please Share This Post in Your Social Media


শিল্পীদের কোরবানির মাংস দেবে না চলচ্চিত্র শিল্পী সমিতি

Update Time : ০৬:৩৯:০৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০
বিশেষ উৎসবে চলচ্চিত্র শিল্পী সমিতি গেল কয়েক বছর থেকে এফডিসিতে কোরবানি দিয়ে শিল্পীদের বাসায় মাংস পৌঁছে দেয়। তবে এবার করোনার প্রাদুর্ভাবের কারণে এফডিসিতে কোরবানি হচ্ছে না। তাই এবার শিল্পীদের বাসায় ঈদ উপহার পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। পাশাপাশি অসচ্ছল শিল্পীদের নগদ অর্থ দেওয়া হবে। এমনই তথ্য দিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। 
.
জায়েদ খান বলেন, ‘মহামারি করোনা পরিস্থিতির কারণে এবার গরু কোরবানি দেওয়া হচ্ছে না। মূলত করোনার ঝুঁকি এড়াতে এফডিসিতে কোরবানি না দিয়ে শিল্পীদের বাসায় উপহার সামগ্রী পাঠানো হবে। এছাড়া অসচ্ছল শিল্পীদের জন্য নগদ অর্থ প্রেরণ করা হবে। আগামী ২৮ জুলাই থেকে শিল্পীদের বাসায় ঈদ উপহার পৌঁছে দেওয়া হবে।
.
এদিকে মহামারি করোনার কারণে এবারের ঈদেও সিনেমা হলগুলো না খোলায় নতুন কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না। পাশাপাশি নতুন কোনো সিনেমারও শুটিং শুরু হয়নি। তবে চলচ্চিত্রের সংশ্লিষ্টরা বলছেন, করোনার প্রাদুর্ভাব কেটে গেলে আবারো লাইট, ক্যামেরা, অ্যাকশনে ভরে উঠবে চলচ্চিত্র অঙ্গন।