জুলাই মাসেও প্রণোদনা তহবিল থেকে শ্রমিকদের বেতন-ভাতা 

  • Update Time : ০৬:৪৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০
  • / 173
নিজস্ব প্রতিবেদক:

ঈদের আগে রপ্তানিমুখী কারখানার শ্রমিক-কর্মচারীদের জুলাই মাসের বেতন-ভাতা দিতে আবারও প্রণোদনা তহবিল থেকে স্বল্প সুদে ঋণ পাবেন মালিকরা।

এর আগে করোনা ভাইরাসের কারণে কারখানার মালিকরা এপ্রিল, মে ও জুন মাসের বেতন-ভাতার টাকাও প্রণোদনা তহবিল থেকে ঋণ নিয়েছেন।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঋণ বিতরণকারী ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

চিঠিতে বলা হয়েছে, জুন মাস পর্যন্ত যেসব কারখানার মালিক প্রণোদনা তহবিল থেকে ঋণ নিয়ে শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করেছেন, শুধু তারাই শেষবারের মতো জুলাই মাসের বেতন-ভাতা পরিশোধ করার জন্য ঋণ পাবেন। আগের বার ২ শতাংশ সুদে ঋণ প্রদান করা হলেও জুলাই মাসে গ্রহণ করা ঋণের সুদহার সাড়ে ৪ শতাংশ হবে।

 

করোনার কারণে তৈরি পোশাকের বিপুল সংখ্যক ক্রয়াদেশ বাতিল ও স্থগিত হলে সরকার রপ্তানিখাতের কারখানার শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা দিতে ৫ হাজার কোটি টাকার তহবিল গঠন করে। মে মাস পর্যন্ত বিজিএমইএর সদস্য ১ হাজার ৩৭৭টি ও বিকেএমইর সদস্য ৪১৯টি কারখানা তহবিল থেকে ঋণ নিয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media


জুলাই মাসেও প্রণোদনা তহবিল থেকে শ্রমিকদের বেতন-ভাতা 

Update Time : ০৬:৪৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০
নিজস্ব প্রতিবেদক:

ঈদের আগে রপ্তানিমুখী কারখানার শ্রমিক-কর্মচারীদের জুলাই মাসের বেতন-ভাতা দিতে আবারও প্রণোদনা তহবিল থেকে স্বল্প সুদে ঋণ পাবেন মালিকরা।

এর আগে করোনা ভাইরাসের কারণে কারখানার মালিকরা এপ্রিল, মে ও জুন মাসের বেতন-ভাতার টাকাও প্রণোদনা তহবিল থেকে ঋণ নিয়েছেন।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঋণ বিতরণকারী ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

চিঠিতে বলা হয়েছে, জুন মাস পর্যন্ত যেসব কারখানার মালিক প্রণোদনা তহবিল থেকে ঋণ নিয়ে শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করেছেন, শুধু তারাই শেষবারের মতো জুলাই মাসের বেতন-ভাতা পরিশোধ করার জন্য ঋণ পাবেন। আগের বার ২ শতাংশ সুদে ঋণ প্রদান করা হলেও জুলাই মাসে গ্রহণ করা ঋণের সুদহার সাড়ে ৪ শতাংশ হবে।

 

করোনার কারণে তৈরি পোশাকের বিপুল সংখ্যক ক্রয়াদেশ বাতিল ও স্থগিত হলে সরকার রপ্তানিখাতের কারখানার শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা দিতে ৫ হাজার কোটি টাকার তহবিল গঠন করে। মে মাস পর্যন্ত বিজিএমইএর সদস্য ১ হাজার ৩৭৭টি ও বিকেএমইর সদস্য ৪১৯টি কারখানা তহবিল থেকে ঋণ নিয়েছে।