রামেক হাসপাতালে জ্বর-শ্বাসকষ্টে ইমামের মৃত্যু
- Update Time : ০২:৫১:২৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০
- / 140
মোঃ আবু তাহের, রাজশাহী:
জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে রাজশাহীর পুঠিয়া উপজেলার এক ইমামের মৃত্যু হয়েছে। তার নাম মাওলানা জাহাঙ্গীর আলম মানিক (৩০)।
সোমবার (২০ জুলাই) দুপুর আড়াইটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে তিনি মারা যান। জাহাঙ্গীর আলম মানিক বানেশ্বর এলাকার একটি মসজিদের ইমাম ছিলেন। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে।
.
ইমামের চাচা মনিরুল ইসলাম জানান, জ্বর ও শ্বাসকষ্ট থাকায় গত ১৪ জুলাই মানিককে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি করোনা আক্রান্ত কিনা তা জানতে পরীক্ষার জন্য তিন দিন আগে হাসপাতাল কর্তৃপক্ষ নমুনা সংগ্রহ করে। কিন্তু রিপোর্ট পাওয়ার আগেই তিনি মারা গেলেন।
.
রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, ইমামের মৃত্যুর পর বিষয়টি কোয়ান্টাম ফাউন্ডেশনকে অবহিত করা হয়। তাদের স্বেচ্ছাসেবকরা দাফনের জন্য মরদেহ গ্রামের বাড়ি নিয়ে গেছেন।
Tag :