ট্রফি হারিয়ে পরিবর্তনের ডাক দিলেন মেসি

  • Update Time : ১০:২৮:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০
  • / 155

তিন মৌসুমে প্রথমবারের মতো লা লিগার শিরোপা খোয়ালো বার্সেলোনা। তার ওপর চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ যখন শিরোপা উৎসব করছে, বিপরীতে ঘরের মাঠে ওসাসুনার বিপক্ষে লজ্জাজনক হার নিয়ে মাথা নুইয়ে মাঠ ছেড়েছেন মেসিরা। তবে এভাবে চলতে পারে না, এখনই পরিবর্তন প্রয়োজন। ম্যাচ শেষে এমন ডাক দিলেন কাতালান অধিনায়ক লিওনেল মেসি। 

রাতটা মেসিবাহিনীর জন্য ভীষণ হতাশার। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে টানা ৩০ লিগ ম্যাচে অপরাজিত থাকার পর, হারের লজ্জা পেল বার্সেলোনা। ম্যাচ শেষে তাই দলে পরিবর্তনের ডাক দিলেন মেসি।

তিনি বলেন, আমরা এখন এতোটাই দুর্বল দল যে কেউ চাইলেই আমাদেরকে হারাতে পারে। পুরো মৌসুমজুড়েই আমরা অধারাবাহিক ছিলাম। আমরা প্রচুর পয়েন্ট হারিয়েছি যেটি কোনভাবেই উচিত হয়নি। তবে এভাবে চলতে পারে না। নিজেদের আত্মসমালোচনা করতে হবে। খেলোয়াড়দেরকে দিয়ে সেটি শুরু করতে হবে। ক্লাবটার নাম বার্সেলোনা, এদেরকে সবকিছু জিততে হবে।

বার্সেলোনার সামনে এখন একমাত্র আশা চ্যাম্পিয়ন্স লিগ। আগস্টে রাউন্ড অব সিক্সটিনের ২য় পর্বে নাপোলির মুখোমুখি হবে বার্সা। ইতালিয়ানদের মাটিতে তাদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল স্প্যানিশরা। তবে নিজেদের মাঠে এবার নাপোলিকে ধ্বসিয়ে দিতে চান মেসিরা। চান কোয়ার্টারে যেতে। জিততে চান চ্যাম্পিয়ন্স লিগের ট্রফিও। সেটি জিততে পারলেই যে অগোছালো বার্সা থামাতে পারবে ক্ষোভে পোড়া সমর্থকদের।

Tag :

Please Share This Post in Your Social Media


ট্রফি হারিয়ে পরিবর্তনের ডাক দিলেন মেসি

Update Time : ১০:২৮:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০

তিন মৌসুমে প্রথমবারের মতো লা লিগার শিরোপা খোয়ালো বার্সেলোনা। তার ওপর চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ যখন শিরোপা উৎসব করছে, বিপরীতে ঘরের মাঠে ওসাসুনার বিপক্ষে লজ্জাজনক হার নিয়ে মাথা নুইয়ে মাঠ ছেড়েছেন মেসিরা। তবে এভাবে চলতে পারে না, এখনই পরিবর্তন প্রয়োজন। ম্যাচ শেষে এমন ডাক দিলেন কাতালান অধিনায়ক লিওনেল মেসি। 

রাতটা মেসিবাহিনীর জন্য ভীষণ হতাশার। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে টানা ৩০ লিগ ম্যাচে অপরাজিত থাকার পর, হারের লজ্জা পেল বার্সেলোনা। ম্যাচ শেষে তাই দলে পরিবর্তনের ডাক দিলেন মেসি।

তিনি বলেন, আমরা এখন এতোটাই দুর্বল দল যে কেউ চাইলেই আমাদেরকে হারাতে পারে। পুরো মৌসুমজুড়েই আমরা অধারাবাহিক ছিলাম। আমরা প্রচুর পয়েন্ট হারিয়েছি যেটি কোনভাবেই উচিত হয়নি। তবে এভাবে চলতে পারে না। নিজেদের আত্মসমালোচনা করতে হবে। খেলোয়াড়দেরকে দিয়ে সেটি শুরু করতে হবে। ক্লাবটার নাম বার্সেলোনা, এদেরকে সবকিছু জিততে হবে।

বার্সেলোনার সামনে এখন একমাত্র আশা চ্যাম্পিয়ন্স লিগ। আগস্টে রাউন্ড অব সিক্সটিনের ২য় পর্বে নাপোলির মুখোমুখি হবে বার্সা। ইতালিয়ানদের মাটিতে তাদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল স্প্যানিশরা। তবে নিজেদের মাঠে এবার নাপোলিকে ধ্বসিয়ে দিতে চান মেসিরা। চান কোয়ার্টারে যেতে। জিততে চান চ্যাম্পিয়ন্স লিগের ট্রফিও। সেটি জিততে পারলেই যে অগোছালো বার্সা থামাতে পারবে ক্ষোভে পোড়া সমর্থকদের।