নীলফামারীর ডিমলায় রহস্যজনক তালাবদ্ধ ট্রাংক, জনমনে জিজ্ঞাসা
- Update Time : ১১:২৬:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০
- / 200
মশিয়ার রহমান, নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলায় রহস্যজনক তালাবদ্ধ প্লেনসিটের একটি ট্রাংক জনমনে জিজ্ঞাসার সৃষ্টি করেছে।
.
উপজেলার বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ সুন্দরখাতার ৯নং ওয়ার্ডের (ডোমার-ডিমলা) বাইপাস রোডের ফরেস্ট বাগান সংলগ্ন নতুন বাজারের আনুমানিক ১০০ গজ উত্তরে পাকা রাস্তার পাশে ৩/৪ ফিট আকারের একটি পরিত্যাক্ত ট্রাংক গত রাত সাড়ে বারোটার দিকে আক্তারুজ্জান বৈদ নামের একজন পথচারী দেখতে পায়।
.
ফরেস্ট নতুন বাজারে থাকা লোকজনকে সে ( বৈদ) জানালে লোকজন পুলিশকে খবর দেয়। ডিমলা থানা পুলিশ খবর পেয়ে তাৎক্ষনিক এ,এস,আই আব্দুল লতিফ সঙ্গীয় ফোর্সসহ উক্ত ইউনিয়নের ইউপি সদস্য সোহেল রানা, সাবেক ইউপি সদস্য ইয়াকুব আলী ও গ্রাম পুলিশ পরেশ চন্দ্র রায় মিলে ঘটনাস্থল অবস্থান করে।
.
.
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর হতে উৎসুক জনতা ট্রাংকের অদুরে ভীড় করছে এটা সম্পর্কে জানার জন্য । পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, ২টি নতুন তালা লাগিয়ে কে বা কাহারা সবার অজান্তে ওই ট্রাংকটি গাড়ি যোগে নিয়ে এসে সেখানে ফেলে রেখে পালিয়ে যায়।
.
পুলিশ জানায়, ট্রাংকটির ভিতরে কি আছে তা এখন বলা যাচ্ছে না। এবিষয়ে ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ এর সাথে কথা হলে তিনি বলেন, আমরা পিবিআইকে জানিয়েছি। পিবিআই না আসা পর্যন্ত কিছু বলা বা করা যাচ্ছে না ।
Tag :