নড়াইলে মুজিববর্ষ উপলক্ষে ঊষার আলোর বৃক্ষরোপণ
- Update Time : ০৫:১৩:০৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০
- / 167
নড়াইল সংবাদদাতা:
মুজিববর্ষ উপলক্ষে নড়াইলে ঊষার আলো সমাজকল্যাণ সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
.
আজ সোমবার (১৩ জুলাই) দুপুর ১২.০০ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক জনাব আনজুমান আরা।
.
এ সময় আরও উপস্থিত ছিলেন নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) জনাব জাহিদ হাসান, সদর উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, ঊষার আলোর সভাপতি মোঃ মিনহাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শাফায়াত হোসাইন, সংগঠনটির সদস্য ঈশান, বুরহান উদ্দিন প্রমুখ।
.
কর্মসূচি বিষয়ে জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, মুজিববর্ষ উপলক্ষে ঊষার আলো সমাজকল্যাণ সংঘের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেয়ায় তাদের ধন্যবাদ জানাই৷ আপনারা টার্গেটের চেয়েও বেশি সংখ্যক চারা রোপণ করবেন। আমাদের পক্ষ থেকে এ বছর কমপক্ষে ১২ লক্ষ গাছের চারা রোপণ করবো। আগামী ১৬ জুলাই এই কর্মসূচির উদ্বোধন করা হবে।
.
সংগঠনটির সাধারণ সম্পাদক শাফায়াত হোসাইন জানান, আমাদের ঊষার আলো সমাজকল্যাণ সংঘের উদ্যোগে সমগ্র নড়াইল জেলাব্যাপী সহস্রাধিক ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ করা হবে। নড়াইলে বিগত কয়েকবছর ধরে আমরা বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ করে আসছে। আমাদের এসব কর্মসূচি চলমান থাকবে।
Tag :