করোনাজয়ী পু‌লিশ সদস্যগণ পুনরায় জনসেবায় কাজে নেমেছেন

  • Update Time : ০১:০৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০
  • / 141

নিজস্ব প্রতিনিধিঃ

দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি সাম্প্রতিক করোনা মহামারীতে বাংলাদেশ পুলিশের সদস্যরা মানবতার সেবায় বলীয়ান হয়ে মানুষের পাশে দাঁড়িয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

মহামারীর এই দুঃসময়ে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে গিয়ে প্রতিদিনই করোনায় আক্রান্ত হচ্ছেন বাংলাদেশ পুলিশের সাহসী ও দেশ প্রেমিক অনেক পুলিশ সদস্য। করোনা আক্রান্ত এসকল পুলিশ সদস্যদের সর্বোচ্চ সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) সকল পুলিশ ইউনিটকে নির্দেশ প্রদান করেন। যার ফলে প্রতিদিনই বহুসংখ্যক পুলিশ সদস্য সুস্থ হয়ে পূণরায় তাদের নির্ধারিত দায়িত্বে নিয়োজিত হচ্ছেন।

গতকাল সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এমনই কিছু করোনা জয়ী পুলিশ সদস্যকে সংবর্ধনা প্রদান করেন এসএমপি কমিশনার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) সর্বস্তরের অফিসার ও ফোর্স এবং কোভিড-১৯ জয়ী সব পদবীর পুলিশ সদস্যরা। করোনা জয়ী পুলিশ সদস্যকে সংবর্ধনা প্রদান ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত সংশ্লিষ্ট বিভাগের সব প্রতিনিধিদের মাঝে কোভিড-১৯ প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

উল্লেখ্য যে, এপর্যন্ত সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মোট ১০৯ জন সদস্য করোনা আক্রান্ত হয়েছেন, যার মধ্যে ৬৯ জন সম্পূর্ণ সুস্ত হয়ে উঠেছেন এবং বাকি ৪০জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media


করোনাজয়ী পু‌লিশ সদস্যগণ পুনরায় জনসেবায় কাজে নেমেছেন

Update Time : ০১:০৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০

নিজস্ব প্রতিনিধিঃ

দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি সাম্প্রতিক করোনা মহামারীতে বাংলাদেশ পুলিশের সদস্যরা মানবতার সেবায় বলীয়ান হয়ে মানুষের পাশে দাঁড়িয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

মহামারীর এই দুঃসময়ে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে গিয়ে প্রতিদিনই করোনায় আক্রান্ত হচ্ছেন বাংলাদেশ পুলিশের সাহসী ও দেশ প্রেমিক অনেক পুলিশ সদস্য। করোনা আক্রান্ত এসকল পুলিশ সদস্যদের সর্বোচ্চ সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) সকল পুলিশ ইউনিটকে নির্দেশ প্রদান করেন। যার ফলে প্রতিদিনই বহুসংখ্যক পুলিশ সদস্য সুস্থ হয়ে পূণরায় তাদের নির্ধারিত দায়িত্বে নিয়োজিত হচ্ছেন।

গতকাল সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এমনই কিছু করোনা জয়ী পুলিশ সদস্যকে সংবর্ধনা প্রদান করেন এসএমপি কমিশনার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) সর্বস্তরের অফিসার ও ফোর্স এবং কোভিড-১৯ জয়ী সব পদবীর পুলিশ সদস্যরা। করোনা জয়ী পুলিশ সদস্যকে সংবর্ধনা প্রদান ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত সংশ্লিষ্ট বিভাগের সব প্রতিনিধিদের মাঝে কোভিড-১৯ প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

উল্লেখ্য যে, এপর্যন্ত সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মোট ১০৯ জন সদস্য করোনা আক্রান্ত হয়েছেন, যার মধ্যে ৬৯ জন সম্পূর্ণ সুস্ত হয়ে উঠেছেন এবং বাকি ৪০জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।