বুড়িগঙ্গায় লঞ্চডুবি: রিমান্ডে ময়ূর-২ লঞ্চের মালিক

  • Update Time : ১১:১১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০
  • / 148

 

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে তাকে রাজধানীর সোবহানবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়

বুড়িগঙ্গায় লঞ্চডুবিতে ৩৪ জনের প্রাণহানির ঘটনায় ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফের (৫৫) ৩ দিনের রিমান্ডে মঞ্জুর করেছেন আদালত। এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে তাকে রাজধানীর সোবহানবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে নৌ-পুলিশ। নৌ-পুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেফতারের পর মোসাদ্দেককে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার ময়ূর-২ লঞ্চের কর্মচারী আব্দুস সালামকে গ্রেফতার করে পুলিশ। ওইদিনই তাকে ৩ দিনের রিমান্ডে নেয়া হয়।

উল্লেখ্য, ২৯ জুন সকালে সদরঘাট এলাকার কাঠপট্টি ঘাটের কাছে মুন্সীগঞ্জ থেকে আসা মর্নিং বার্ড নামের একটি লঞ্চকে ধাক্কা দেয় চাঁদপুরগামী লঞ্চ ময়ুর-২। এতে ঘটনাস্থলেই ডুবে যায় মর্নিং বার্ড। এ ঘটনায় ৩৪ জনের মৃত্যু হয়। ঘটনার পরদিন সদরঘাট নদী থানার উপ-পরিদর্শক মোহাম্মদ শামসুল বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা করেন।

Tag :

Please Share This Post in Your Social Media


বুড়িগঙ্গায় লঞ্চডুবি: রিমান্ডে ময়ূর-২ লঞ্চের মালিক

Update Time : ১১:১১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০

 

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে তাকে রাজধানীর সোবহানবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়

বুড়িগঙ্গায় লঞ্চডুবিতে ৩৪ জনের প্রাণহানির ঘটনায় ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফের (৫৫) ৩ দিনের রিমান্ডে মঞ্জুর করেছেন আদালত। এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে তাকে রাজধানীর সোবহানবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে নৌ-পুলিশ। নৌ-পুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেফতারের পর মোসাদ্দেককে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার ময়ূর-২ লঞ্চের কর্মচারী আব্দুস সালামকে গ্রেফতার করে পুলিশ। ওইদিনই তাকে ৩ দিনের রিমান্ডে নেয়া হয়।

উল্লেখ্য, ২৯ জুন সকালে সদরঘাট এলাকার কাঠপট্টি ঘাটের কাছে মুন্সীগঞ্জ থেকে আসা মর্নিং বার্ড নামের একটি লঞ্চকে ধাক্কা দেয় চাঁদপুরগামী লঞ্চ ময়ুর-২। এতে ঘটনাস্থলেই ডুবে যায় মর্নিং বার্ড। এ ঘটনায় ৩৪ জনের মৃত্যু হয়। ঘটনার পরদিন সদরঘাট নদী থানার উপ-পরিদর্শক মোহাম্মদ শামসুল বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা করেন।