নীলফামারীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বৃক্ষরোপণ
- Update Time : ০৫:৫৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০
- / 155
মশিয়ার রহমান, নীলফামারী জেলা প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী “মুজিববর্ষ” উদযাপন উপলক্ষে জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নীলফামারী জেলার ৬টি উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে নীলফামারীর সদর উপজেলা পরিষদ চত্তরে বিভিন্ন ধরনের ফলজ গাছের চারা লাগিয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আক্তার, সদর উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান।
কৃষি অফিসার কামরুল হাসান জানান, মুজিববর্ষ উদযাপন উপলক্ষে প্রতিটি উপজেলায় ১০০টি করে বৃক্ষরোপণ করতে হবে। ইতোমধ্যে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে ৬টি উপজেলা, ৪টি পৌরসভা ও ৬০টি ইউনিয়নের বিভিন্ন কৃষকের মাঝে ৭৫৬০টি গাছের চারা বিতরণ করা হয়েছে।
এ দিকে ডিমলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্তরে বৃক্ষরোপণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্রনাথ রায়, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সেকেন্দার আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মেজবাহুর রহমান, উদ্ভিদ সংরক্ষণ অফিসার নাজমুল হক প্রমুখ।
অপরদিকে আজ জলঢাকা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্তরে বৃক্ষরোপণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নীলফামারী-৩ আসনের জাতীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রানা মোহাম্মদ সোহেল।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিত হোসেন রুবেল, উপজেলা কৃষি অফিসার শাহ মোহাম্মদ মাহফুজুল হক, কৃষি সম্প্রসারণ অফিসার মীর হাসান আল বান্না প্রমুখ।আলোচনায় বক্তারা বৃক্ষের নানাবিধ গুনাগুন তুলে ধরে বক্তব্য রাখেন।