মার্চ, এপ্রিল ও মে মাসের বিদ্যুৎ বিল কেলেঙ্কারির সাথে জড়িত থাকার অভিযোগে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি-ডিপিডিসির ১৩ কালেক্টর ও ১ জন সুপারভাইজারকে চাকরি থেকে প্রত্যাহারের নিদেশ দেয়া হয়েছে। এছাড়া, ৩৬ নির্বাহী প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
এসব তথ্য জানিয়েছেন ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে মার্চ ও এপ্রিল মাসে গ্রাহকের বাড়ি বাড়ি না গিয়ে বিল তৈরি করেন মিটার রিডাররা। মে মাসে বাড়িতে গিয়েও বিল তৈরি করলেও বেশিরভাগ গ্রাহকের অস্বাভাবিক বিল তৈরি করেন তারা।
সরকার কয়েকবার এসব বিল সমন্বয় করার প্রতিশ্রুতি দিলেও তা ঠিক ঠাক সমন্বয়তো হয়-ই-নি, বরং গ্রাহক ভোগান্তি চরমে ওঠে। শুধু ডিপিডিসি নয়, সারা দেশ থেকেই অস্বাভাবিক বিদ্যুৎ বিলের অভিযোগ পাওয়া গেলেও জড়িতদের বিরুদ্ধে ডিপিডিসিই প্রথম ব্যবস্থা নেয়ার ঘোষণা দিলো।