মতলব দক্ষিণে উপজেলা ছাত্রলীগের বৃক্ষরোপণ
- Update Time : ০৭:২২:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০
- / 179
মতলব প্রতিনিধিঃ
পরিবেশ বিপর্যয় ও প্রাকৃতিক দুর্যোগ থেকে প্রকৃতিকে রক্ষায় মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে শুক্রবার বিকেলে উপজেলা ছাএলীগের নেতা মোঃ আল-আমিন হাজরার নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
.
মুজিবর্ষের আহ্বান, ৩টি করে গাছ লাগান’ এ শ্লোগানকে সামনে রেখে, মুজিব শতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনায় কেন্দ্রীয় ছাত্রলীগের অনুপ্রেরণায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।
.
মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের নেতা আল-আমিন হাজরার নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচিসহ বিভিন্ন ধরনের কাজ ইতি মধ্যেই সারা ফেলেছে উপজেলা ছাত্রলীগ মহলে।
.
তিনি মতলব মুন্সিরহাট উচ্চবিদ্যালয় এবং সিরাজুল হক হাজরা বালিকা বিদ্যালয় মাঠে এ বৃক্ষরোপণ করেন।
এ সময় তার সাথে বিভিন্ন ছাত্রলীগ নেতা কর্মী উপস্থিত ছিলো।
.
ছাত্রলীগের নেতা আল-আমিন হাজরা বলেন, জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ গঠনে নেতাকর্মীদের গাছ লাগাতে হবে। বিভিন্ন সময় নানা অসাধু গোষ্ঠীর কারণে দেশের বিভিন্ন জায়গায় গাছ কেটে ফেলায় পরিবেশে এর প্রভাব পড়েছে। এটা কাটিয়ে উঠতে সারাদেশে ছাত্রলীগ নেতা-কর্মীরা বনজ, ফলজ ও ভেষজ গাছ রোপণ করছেন।
তিনি বলেন, দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে আমরা সারাদেশে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছি। ঘূর্ণিঝড় আম্ফান ও করোনায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা দিয়েছি। এছাড়া নেত্রীর নির্দেশে জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ বিনির্মাণে ছাত্রলীগ কাজ করে যাচ্ছে।
Tag :