সেদিন ভোরে

  • Update Time : ০৬:৪৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০
  • / 159
সেদিন ভোরে
 – বিষ্ণু সাহা
সন্ধ্যা নামার খানিক পরে,
রাত্রি তখনও নামেনি।
আমার মন খারাপের রাত নেমেছে
কই তোমার দেখা তো মেলেনি।
.
যে বাতাসে মন উদাস হয়
সে বাতাসও তো ছুঁতে পারিনি,
সাদা আলোয় চাঁদ নেমেছে
সে জোৎস্নাও তো গায়ে মাখিনি।
আমার মন খারাপের রাত নেমেছে
কই তোমার দেখা তো মেলেনি।
.
তারার খেলাতে আকাশ হেসেছে
সে হাসিতো আমি হাসিনি,
তোমার আকাশ নীলে মিশে গেছে
শঙ্খচিল হয়ে ,সে নীলে তো আমি ভাসিনি।
আমার মন খারাপের রাত নেমেছে
কই তোমার দেখা তো মেলেনি।
.
আমার আকাশ মেঘে ভিজে গেছে
বৃষ্টি হয়ে তো নামোনি ,
তোমার আশায় রাত কেটেছে
সকাল শেষেও তো আসোনি।
আমার মন খারাপের রাত নেমেছে
কই তোমার দেখা তো মেলেনি।
.
আবার বসন্ত এসে কড়া নেড়ে গেলো
শীতের শেষেও তো আসোনি।
তুমি আসোনি তাই বলে
কি বসন্ত আসে নি?
বারবার এসেছে!
তাই বলে সে রঙে তো আমি রাঙিনি।
.
আমার মন খারাপের রাত নেমেছে
কই তোমার দেখা তো মেলেনি।
তুমি আসোনি!
তাই বলে কি আমি একটুও হাসিনি?
.
বারবার হেসেছি !
তাই বলে কি কান্না নজরে পরেনি?
আমার মন খারাপের রাত নেমেছে
কই তোমার দেখা তো মেলেনি।
.
তুমি ফিরে এসেছো!
তাই বলে কি আমি একটুও আসিনি?
রাত এসেছে দিন যে গেছে
সেই ভোর তো ফিরে আসেনি।
.
আমার আকাশ মেঘে ভিজে গেছে
বৃষ্টি হয়ে তো নামোনি
তুমি,বৃষ্টি হয়ে তো নামোনি।
আমার মন খারাপের রাত নেমেছে
কই তোমার দেখা তো মেলেনি।
.
লেখক : শিক্ষার্থী, রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ।
.
Tag :

Please Share This Post in Your Social Media


সেদিন ভোরে

Update Time : ০৬:৪৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০
সেদিন ভোরে
 – বিষ্ণু সাহা
সন্ধ্যা নামার খানিক পরে,
রাত্রি তখনও নামেনি।
আমার মন খারাপের রাত নেমেছে
কই তোমার দেখা তো মেলেনি।
.
যে বাতাসে মন উদাস হয়
সে বাতাসও তো ছুঁতে পারিনি,
সাদা আলোয় চাঁদ নেমেছে
সে জোৎস্নাও তো গায়ে মাখিনি।
আমার মন খারাপের রাত নেমেছে
কই তোমার দেখা তো মেলেনি।
.
তারার খেলাতে আকাশ হেসেছে
সে হাসিতো আমি হাসিনি,
তোমার আকাশ নীলে মিশে গেছে
শঙ্খচিল হয়ে ,সে নীলে তো আমি ভাসিনি।
আমার মন খারাপের রাত নেমেছে
কই তোমার দেখা তো মেলেনি।
.
আমার আকাশ মেঘে ভিজে গেছে
বৃষ্টি হয়ে তো নামোনি ,
তোমার আশায় রাত কেটেছে
সকাল শেষেও তো আসোনি।
আমার মন খারাপের রাত নেমেছে
কই তোমার দেখা তো মেলেনি।
.
আবার বসন্ত এসে কড়া নেড়ে গেলো
শীতের শেষেও তো আসোনি।
তুমি আসোনি তাই বলে
কি বসন্ত আসে নি?
বারবার এসেছে!
তাই বলে সে রঙে তো আমি রাঙিনি।
.
আমার মন খারাপের রাত নেমেছে
কই তোমার দেখা তো মেলেনি।
তুমি আসোনি!
তাই বলে কি আমি একটুও হাসিনি?
.
বারবার হেসেছি !
তাই বলে কি কান্না নজরে পরেনি?
আমার মন খারাপের রাত নেমেছে
কই তোমার দেখা তো মেলেনি।
.
তুমি ফিরে এসেছো!
তাই বলে কি আমি একটুও আসিনি?
রাত এসেছে দিন যে গেছে
সেই ভোর তো ফিরে আসেনি।
.
আমার আকাশ মেঘে ভিজে গেছে
বৃষ্টি হয়ে তো নামোনি
তুমি,বৃষ্টি হয়ে তো নামোনি।
আমার মন খারাপের রাত নেমেছে
কই তোমার দেখা তো মেলেনি।
.
লেখক : শিক্ষার্থী, রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ।
.