বিআইডব্লিউটিএ‘র অব্যবস্থাপনায় লঞ্চডুবি: জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
- Update Time : ১২:৫১:৩২ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০
- / 172
নুরে আলম সিদ্দিকী:
বিআইডব্লিউটিএ‘র অব্যবস্থাপনায় বুড়িগঙ্গায় লঞ্চডুবিতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিহতদের পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ লা জুলাই)বিকাল ৪ টায় বাইতুল আমিন শপথ চত্বরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চাঁদপুর জেলা শাখা সভাপতি মুহা.নেছার উদ্দীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহা.কামরুল ইসলামের সঞ্চালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়৷
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা বেলাল হোসাইন রাজী ৷
প্রধান অতিথি তার বক্তব্যে বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় শোক প্রকাশ করে বলেন-
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দেশে যখন শোকাবহ অবস্থা বিরাজমান এমতাবস্থায় শতাধিক পরিবারে শোকের ছায়া নেমে এল বুড়িগঙ্গায় মর্নিং বার্ড লঞ্চডুবির ঘটনায়। প্রায়শই দেখা যায় বুড়িগঙ্গা নদীতে একাধিক লঞ্চ প্রতিযোগীতামূলকভাবে চলছে। এসব ঘটনায় বিআইডব্লিউটিএ‘র সুষ্ঠ তদারকি না থাকায় আজ কেরানীগঞ্জের ডকইয়ার্ডটি অসতর্ক হয়ে এমন ঘটনার জন্ম দিল।
তিনি আরো বলেন-গণমাধ্যম সূত্রে জানা গেছে যে সকাল পৌনে ৮টার দিকে মর্নিং বার্ড লঞ্চটি অর্ধশতাধিক যাত্রী নিয়ে মুন্সীগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। পথে ফরাশগঞ্জ এলাকায় একটি ডকইয়ার্ড থেকে মেরামত শেষে নদীতে নামানোর সময় ময়ূর-২ নামের লঞ্চের সঙ্গে ধাক্কা লাগলে ডুবে যায় সেটি। এই ঘটনাকে সাধারণ কোনো দুর্ঘটনা বলে চালিয়ে দিলে চলবে না বরং অসতর্ক হয়ে লঞ্চ নামানোর মাধ্যমে গণহত্যা করা হয়েছে। আমরা এই ঘটনায় প্রথমত বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের পদত্যাগ দাবী করছি। ডকইয়ার্ড কর্তৃপক্ষকে দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির দাবি করছি এবং নিহতদের পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দেয়ার দাবি জানাচ্ছি। পাশাপাশি ভবিষ্যতে নৌ দূর্ঘটনা এড়াতে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহবান জানাচ্ছি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাওলানা হেলাল আহমেদ, সভাপতি ইসলামা যুব আন্দোলন চাঁদপুর জেলা শাখা, মাওলানা আফসার উদ্দীন ,সভাপতি ইসলামী শ্রমিক আন্দোলন চাঁদপুর জেলা, মাওলানা আনোয়ার আল নোমান ,সাংগঠনিক সম্পাদক ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ চাঁদপুর জেলা৷
এ সময় আরো উপস্থিত ছিলেন-এ কে মোখতার হোসাইন ,সহ-সভাপতি ইসলামা যুব আন্দোলন চাঁদপুর জেলা শাখা, মুহাম্মদ সেলিম হোসাইন ,সহ-সভাপতি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চাঁদপুর জেলা শাখা, জেলা কওমী মাদরাসা সম্পাদক মুহা.রাকিব হোসেন,জেলা আলীয়া মাদরাসা সম্পাদক মুহা. শাহজালাল,জেলা কলেজ সম্পাদক মুহা. আরিফুল ইসলাম, সদর সভাপতি মুহাম্মদ রাকিব হোসেন, শহর সভাপতি ডি এম ফয়সাল প্রমুখ৷