১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জনমত গঠণে ভারতের মাটিতে ঘুরে ঘুরে প্রীতি ম্যাচ খেলে স্বাধীন বাংলা ফুটবল দল। যুদ্ধে সাহায্যের জন্য প্রচুর অর্থও সংগ্রহ করেনে তারা। সেই দলেরই গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মুক্তিযোদ্ধা ফুটবলার লুৎফর।
তিনি যশোর জেলা ফুটবল ও হকি দলের নিয়মিত খেলোয়াড় ছিলেন। ঢাকা প্রথম বিভাগ ফুটবল লীগে ওয়ারীর খেলোয়াড় ছিলেন। অনেক দিন ধরেই তিনি শয্যাশায়ী ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী তাকে ৩০ লাখ টাকা দিয়ে সহায়তা করেছিলেন। সেই অর্থ দিয়ে বাড়িতেই চিকিৎসা চলছিল তার।