সোমবার (২৯ জুন) সংসদ অধিবেশনে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি আরও বলেন, করোনা পরিস্থিতির কারণে জাতি একটি ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে। তবে অর্থনৈতিক অবকাঠামোর ক্ষতি হয়নি বলে জানান তিনি।
দেশের মানুষের সুরক্ষার কথা বিবেচনা করে ১৯টি প্রণোদনার প্যাকেজ দেয়া হয়েছে বলেও জানান সরকার প্রধান। এই প্রণোদনার প্যাকেজের কারণে দেশের ১২ কোটি ৫৫ লাখ মানুষ সুবিধা পাচ্ছে।
বাজেটে স্বাস্থ্য খাতকে এবার অগ্রাধিকার দেয়া হয়েছে উল্লেখ করে সংসদ নেতা জানান, স্বল্প সময়ে ২ হাজার চিকিৎসক ও ৬ হাজার নার্স নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া, হেলথ টেকনোলজিস্টদের তিন হাজার পদে নিয়োগ চলছে।