নারী
- Update Time : ১১:৪২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০
- / 156
নারী
মুঃ মশিউর রহমান
স্রষ্টার সৃষ্টি অপরূপ
ঊষালগ্নে পাখির কন্ঠে রবির ছোয়া।
হিমশীতল বাতাস আর শিশিরের স্পর্শ।
.
নদী বহমান,সমুদ্রের কলতান
অতল গভীরে পাহাড় বেয়ে পানির গুঞ্জন।
রাতের আধারে বিশাল আকাশে শশীর হাসি।
.
এতো স্বর্গের কাছে বৃথা
স্বর্গবাসে তার রূপের মাঝে অপূর্ণতা হৃদয়।
তাই তো তুমি উপহার দিলে জীবন সঙ্গী নারী।
তুমি সুন্দর- তাই ভূবণ স্বর্গ সেজেছে নতুন সাজে।
.
তুমি নারী-নরের অর্ধাঙ্গিনী
পোষেছো আমায় দেখিয়েছো সুন্দর এ ধরনী।
সুখ-দুঃখ ভাগ করে নিয়ে দিয়েছো হৃদয়ে শান্তি।
.
ক্লান্ত পথ পেরিয়ে দেখি মিষ্টি হাসি
কেটে যায় ক্লান্ত বুকে পাই সুখের তৃপ্তি।
তাই তো তুমি জান্নাতের লটারি।
.
তুমি গুপ্তধন
তোমার সাহসীকতা আর ধৈর্য্যে,
ভূবন দেখে নতুন যোদ্ধা।
দেশ-জাতি গঠনে-যুদ্ধের ময়দানে
শিক্ষা-জ্ঞানে সভ্যতার অগ্রসরে।
.
তাই তুমি সাহসী, তুমি সুন্দর।
তুমি ছাড়া পায়না ভূবন পূর্ণতা।
.
লেখকঃ শিক্ষার্থী,পটুয়াখালী সরকারি কলেজ।
.
Tag :