কুমিল্লা মেডিকেলের করোনা ইউনিটে মৃত্যু শত ছাড়ালো

  • Update Time : ০৩:২৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০
  • / 150
কুমিল্লা প্রতিনিধি:

করোনায় আক্রান্ত এবং লক্ষণ উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আরও সাতজন মারা গেছে। এই হাসপাতালের করোনা ইউনিটে গত চারদিনে মারা গেছে ২৪ জন। তার মধ্যে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন দুজন এবং উপসর্গ নিয়ে ২২ জন।

বৃহস্পতিবার কুমিল্লা মেডিকেলের করোনা ইউনিটের ডা. ইস্তিয়াক হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় মেডিকেলের করোনা ওয়ার্ডে সাতজন মারা গেছে, তারমধ্যে একজন করোনা আক্রান্ত হয়ে। বাকি ছয়জন করোনা উপসর্গ নিয়ে। আক্রান্ত ব্যক্তি নাম মাজেদা। বয়স ৬০ বছর। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শাহাপাড়া এলাকার বাসিন্দা। করোনা আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিকেলে চিকিৎসার জন্য ভর্তি হয়েছিল।

অন্যদিকে উপসর্গ নিয়ে মারা যাওয়া বাকি ছয়জনই পুরুষ। তাদের বাড়ি কুমিল্লার বিভিন্ন উপজেলায়। তারা হলেন, শামছুল হক (৫৫), আবদুল করিম (৭৫), জামাল উদ্দিন (৪৫), আক্তার হোসেন (৪৫), রেয়াজউদ্দিন (৫৫)।

কুমিল্লা মেডিকেলের করোনা ইউনিটের সূত্রে জানা যায়, হাসপাতালের করোনা ইউনিট চালু হওয়ার পর থেকে চিকিৎসাধীন অবস্থায় এই পর্যন্ত ১০১ জন মারা গেছে। তারমধ্যে করোনা আক্রান্ত হয়ে ১৫ জন এবং উপসর্গ নিয়ে ৮৬ জন।

Tag :

Please Share This Post in Your Social Media


কুমিল্লা মেডিকেলের করোনা ইউনিটে মৃত্যু শত ছাড়ালো

Update Time : ০৩:২৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০
কুমিল্লা প্রতিনিধি:

করোনায় আক্রান্ত এবং লক্ষণ উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আরও সাতজন মারা গেছে। এই হাসপাতালের করোনা ইউনিটে গত চারদিনে মারা গেছে ২৪ জন। তার মধ্যে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন দুজন এবং উপসর্গ নিয়ে ২২ জন।

বৃহস্পতিবার কুমিল্লা মেডিকেলের করোনা ইউনিটের ডা. ইস্তিয়াক হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় মেডিকেলের করোনা ওয়ার্ডে সাতজন মারা গেছে, তারমধ্যে একজন করোনা আক্রান্ত হয়ে। বাকি ছয়জন করোনা উপসর্গ নিয়ে। আক্রান্ত ব্যক্তি নাম মাজেদা। বয়স ৬০ বছর। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শাহাপাড়া এলাকার বাসিন্দা। করোনা আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিকেলে চিকিৎসার জন্য ভর্তি হয়েছিল।

অন্যদিকে উপসর্গ নিয়ে মারা যাওয়া বাকি ছয়জনই পুরুষ। তাদের বাড়ি কুমিল্লার বিভিন্ন উপজেলায়। তারা হলেন, শামছুল হক (৫৫), আবদুল করিম (৭৫), জামাল উদ্দিন (৪৫), আক্তার হোসেন (৪৫), রেয়াজউদ্দিন (৫৫)।

কুমিল্লা মেডিকেলের করোনা ইউনিটের সূত্রে জানা যায়, হাসপাতালের করোনা ইউনিট চালু হওয়ার পর থেকে চিকিৎসাধীন অবস্থায় এই পর্যন্ত ১০১ জন মারা গেছে। তারমধ্যে করোনা আক্রান্ত হয়ে ১৫ জন এবং উপসর্গ নিয়ে ৮৬ জন।